Royal Enfield, Jawa, Yezdi দের যে সব রেট্রো ও ক্রুজার বাইক এ বছর ভারতে লঞ্চ হবে

২০২২ জুড়ে ভারতের বাজারে দেখা মিলবে একাধিক নামিদামি সংস্থার ক্রুজার এবং রেট্রো-মোটরসাইকেল। কারণ Royal Enfield, Jawa, Yezdi-র মতো সংস্থাগুলি ইতিমধ্যেই কোমর বেঁধেছে নিজেদের সব চমকদার টু-হুইলার নিয়ে আসার জন্য। তাই ক্রুজার বাইক প্রেমীদের জন্য এই বছরটি যে বিশেষ খুশির খবর বয়ে আনবে, তা বলাই বাহুল্য। আসুন এ বছর আসন্ন ক্রুজার বাইক কোনগুলি, তা দেখে নেওয়া যাক।

Royal Enfield Hunter 350

Royal Enfield Meteor 350-র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Hunter 350। এ বছরের মাঝামাঝি সময়ে এটি বাজারে হাজির হতে পারে। Meteor 350-এর তুলনায় এর দাম যাতে কম রাখা যায়, সেজন্য এতে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। পাশাপাশি ট্রিপল পড ক্লাস্টার দেওয়া হয়নি আসন্ন মডেলটিতে। ভারতের রাস্তায় একাধিকবার এর টেস্টিংয়ের ভিডিও স্পোর্ট করা হয়েছে। মনে করা হচ্ছে Scram 411-র পর সংস্থার পরবর্তী টু-হুইলার হিসেবে আসতে পারে এটি।

New Jawa Cruiser

Jawa ইতিমধ্যেই ভারতের রাস্তায় নিজেদের টু-হুইলারের টেস্টিং শুরু করে দিয়েছে। ২০২২-এর দ্বিতীয়ার্ধে এটিকে নিয়ে আসতে পারে সংস্থাটি। বাজারে আসার পর এটি Royal Enfield Meteor 350-এর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে। এমনকি আসন্ন বাইকটির দামের সাথে সামঞ্জস্য থাকতে পারে এর। তবে লঞ্চ হওয়ার পরই এর সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Royal Enfield Shotgun 650 (SG 650)

গত বছর আন্তর্জাতিক ইভেন্ট EICMA 2021-এ Shotgun 650 বা SG 650 মোটরবাইকটি প্রদর্শিত করেছিল Royal Enfield। এবছর পুজোর মরসুমে এই বাইকটি নিয়ে আসতে পারে চেন্নাইয়ের সংস্থাটি। এটি আবার 650 Twins-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতের রাস্তায় এর টেস্টিংয়ের একাধিক ছবি ফাঁস হলেও, বর্তমানে এর নির্মাণ প্রক্রিয়া চলছে বলেই খবর। লঞ্চ হলে দেশের বাজারে এর দাম ৩-৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।

2022 Yezdi Roadking

এ বছর ১৩ জানুয়ারি ভারতের নব রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Yezdi। ওইদিনই Roadking তথা সংস্থার প্রথম বাইকটি সর্বসমক্ষে নিয়ে আসবে বলে অনুমান করা হচ্ছে। Royal Enfield-এর মডেলগুলির সঙ্গে সমানে টক্কর দেবে এমন মোটরসাইকেলের উপর সংস্থাটি কাজ করছে বলে জল্পনা শোনা যাচ্ছে৷ তবে সেটা ক্রুজার নয়, অনেকের দাবি, নতুন মডেলটি অ্যাডভেঞ্চার বাইকের ক্যাটাগরিতে আসবে। যাই হোক, এ বিষয়ে সবিস্তারে তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।