নভেম্বরে লঞ্চ হবে Royal Enfield Meteor 350, পাবেন স্মার্টফোন কানেক্টিভিটি

বহু প্রতীক্ষার হল অবসান। আসন্ন সেই আকাঙ্খিত সময়। আসলে বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল Royal Enfield এর আপকামিং Meteor 350 বাইকটি। ব্রোশার বলুন বা…

বহু প্রতীক্ষার হল অবসান। আসন্ন সেই আকাঙ্খিত সময়। আসলে বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল Royal Enfield এর আপকামিং Meteor 350 বাইকটি। ব্রোশার বলুন বা স্পাই ছবি, এইসবের মাধ্যমে এই রেট্রো ক্রুজারটির ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসলেও, কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছিল না বাইকটির লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ। তবে রয়্যাল এনফিল্ড আজ ঘোষণা করেছে যে, আগামী ৬ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে Meteor 350 বাইকটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আসলে বহুদিন আগেই Meteor 350 বাইককে ভারতীয় সড়কে সমহিমায় ছুটতে দেখা যেত। কিন্তু অতিমারীর দরুণ লকডাউন এবং সাপ্লাই চেইনে সমস্যার কারণে লঞ্চের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। বলা বাহুল্য, উৎসবের আনন্দ তো ছিলই সেইসঙ্গে নতুন এই বাইকের আগমনের খবর রয়্যাল এনফিল্ডপ্রেমীদের কাছে নিশ্চিতভাবে বয়ে আনলো আরোও বাঁধভাঙা উচ্ছাস।

Royal Enfield Meteor 350 মোটরবাইককে সম্ভবত তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে, যেগুলি হল- Supernova, Stella এবং Fireball। পূর্বে ফাঁস হওয়া নথি অনুসারে,বাইকগুলি Tripper Navigation System- এর সাথে আসবে। এই নেভিগেশন আসলে রয়্যাল এনফিল্ডের ব্লুটুথ এনাবেলড জিপিএস সিস্টেমের অফিসিয়াল নাম। বাইকের ডিসপ্লেতে এর অ্যারোমার্ক টার্ন বাই টার্ন ডিরেকশানের সাথে ডিসট্যান্সও নির্দেশ করবে। ডিসপ্লেটি ডে এবং নাইট মোডের সাথে আসতে চলেছে। এই নেভিগেশন ফিচারটি স্মার্টফোনে একটি ডেডিকেটেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

জানা গিয়েছে, রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ বাইকটিতে ৩৫০ সিসি ইঞ্জিন থাকবে। এয়ার-কুলড সিঙ্গেল সিলিন্ডার এই ইঞ্জিন সর্বোচ্চ ২০.৫ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া জানা গিয়েছে, এটি দীর্ঘ স্ট্রোকের ইঞ্জিন হবে যাতে কম আরপিএমে বর্ধিত টর্কের সরবরাহ নিশ্চিত করা যায়। আসন্ন Meteor 350, রয়্যাল এনফিল্ডের প্রথম বাইক হবে যেটি স্মার্টফোন কানেক্টিভিটির সাথে আসবে।

স্ট্যাইংলিংয়ের দিক থেকে Thunderbird 350X -এর সাথে Meteor 350 মডেলের মিল পাওয়া যাবে। এটি এলইডি ডিআরএল, এলইডি টেইলাইট, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, ক্রোম হাইলাইট সহ গোলাকার হেডলাইট, অ্যালয় হুইল, স্প্লিট সিট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে আসবে।

এর টুইন পডের ডিজিট্যাল অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অ্যানালগ স্পিডোমিটার ও ডিজিটাল এলসিডি স্ক্রিন নিয়ে গঠিত। এই এলসিডি স্ক্রিনে ওডোমিটার, ডুয়াল ট্রিপমিটার, টাইম, ফুয়েল গ্রাফ বার, সার্ভিস রিমাইন্ডার, গিয়ার পজিশান ইন্ডিকেটর এবং ইকো মোড ইন্ডিকেটর দেখা যাবে।

Royal Enfield Meteor 350 মোটরবাইকের দাম ১.৬০-১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। লঞ্চের পর রেট্রো ক্রুজার সেগমেন্টে এটি হোন্ডার H’ness CB 350, Jawa এবং Benelli Imperiale 400 বাইকের সাথে প্রতিযোগিতায় সম্মুখীন হবে।