Royal Enfield Scram 411: রয়্যাল এনফিল্ডের নতুন স্ক্র্যাম্বলার স্টাইলের বাইক সম্পকে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য

Royal Enfield Himalayan-এর উপর ভিত্তি করে তৈরি স্ক্র্যাম্বলার স্টাইলের মোটরসাইকেল, Scram 411 মার্চের ৭ তারিখে ভারতে আত্মপ্রকাশ করবে। আর তার কয়েকদিন পরেই আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ঘোষণা আসনে বলে আশা করা হচ্ছে। রোড টেস্টিং চলাকালীন Royal Enfield Scram 411-এর ছবি ও ভিডিয়ো একাধিকবার সামনে এসেছে। যা ধারণা দিয়েছে, বাইকটিতে কী কী থাকতে পারে৷ এই প্রতিবেদনে Scram 411 সম্পর্কে তেমনই পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য রইল।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ স্টাইলিং (Royal Enfield Scram 411 Styling)

রয়্যাল এনফিল্ড হিমালয়ান (Royal Enfield Himalayan)-এর ডিজাইনের সাথে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfield Scram 411)-র বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যাবে। যেমন হিমালয়ানে রয়েছে একটি লম্বা উইন্ডস্ক্রিন, যা স্ক্র্যাম ৪১১-তে অনুপস্থিত। এতে মিলবে একটি ছোট ভাইজার, তাও আবার অপশনাল অ্যাক্সেসরিজ হিসেবে। এছাড়া স্ক্র্যামে দেখা যাবে একটি সিঙ্গেল পিস সিট, হেডল্যাম্পকে ঘিরে থাকা একটি কাস্ট মেটাল কাউল, একটি অ্যালুমিনিয়াম ক্র্যাশ গার্ড, ইত্যাদি।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ ইঞ্জিন এবং গিয়ারবক্স (Royal Enfield Scram 411 Engine & Gearbox)

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-তে হিমালয়ানের ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইঞ্জেক্টেটেড ইঞ্জিন থেকে ২৪.৪ এইচপি শক্তি এবং ৩২ এনএম টর্ক পাওয়া যাবে। এটিও ৫-স্পিড গিয়ার বক্স সহ বাজারে আসবে।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ হার্ডওয়্যার (Royal Enfield Scram 411 Hardwire)

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবজর্বার থাকবে। দু’দিকেই একটি করে ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস দেখা যাবে। উল্লেখ্য, হিমালয়ানের সামনে ২১ ইঞ্চি টায়ার থাকলেও সেটা স্ক্র্যামের ক্ষেত্রে হবে ১৯ ইঞ্চি। রিয়ার টায়ার একই থাকবে (১৭ ইঞ্চি)।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ ফিচার্স (Royal Enfield Scram 411 Features)

আসন্ন স্ক্র্যাম ৪১১ ট্রিপার নেভিগেশন পড সহ অফসেট স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং বিভিন্ন পেইন্ট স্কিমের সাথে আত্মপ্রকাশ করবে। এই অফসেট স্পিডোমিটারটি মিটিওর ৩৫০ (Meteor 350)-এ প্রথম দেখা গিয়েছিল।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ : দাম ও প্রতিদ্বন্দ্বী (Royal Enfield Scram 411 : Price & Rivals)

Royal Enfield Scram 411-এর এক্স-শোরুম দাম দু’লক্ষ টাকার কম রাখা হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এর মূল্য লঞ্চের পরেই নিশ্চিতভাবে বলা সম্ভব। সরাসরি প্রতিদ্বন্দ্বী না থাকলেও, Scram 411-এর সাথে Bajaj Dominar 250, Suzuki Gixxer 250-এর প্রতিযোগিতা চলবে।