Royal Enfield Scram 411 Launch Date: রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ কবে ভারতে লঞ্চ হচ্ছে? আজ অফিসিয়ালি ঘোষণা হল

ব্যবসায় ‘ফুল ফর্মে’ রয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এ বছর প্রত্যেক ত্রৈমাসিকে একটি নতুন মডেলের টু-হুইলার লঞ্চ করবে বলে আগেই জানিয়েছিল চেন্নাইয়ের সংস্থাটি। তাই বছর শুরু হতেই প্রস্তুতিতে তোড়জোড় শুরু করতে দেখা গেছে তাদের। ৩৫০ ও ৬৫০ সিসি-র বেশ কয়েকটি বাইক লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। সেই তালিকার প্রথম নামটি হল Royal Enfield Scram 411। স্ক্র্যাম্বলার ডিজাইনের বাইকটি অফ-রোড Himalayan-এর রোড-বায়াসড ভার্সন হিসেবে আসতে চলেছে। অ্যাডভেঞ্চারের স্বাদ এতেও পাওয়া যাবে বলে দাবি সংস্থার। বাইকটি যে মার্চে ভারতের বাজারে পা রাখতে চলেছে, সে প্রসঙ্গে আগেই নিশ্চিত বার্তা দেওয়া হয়েছিল। এবার ঘোষণা করা হল লঞ্চের নির্ঘণ্ট।

সংস্থা সূত্রে খবর, চলতি মাসের ১৫ তারিখ দেশীয় বাজারে পা রাখতে চলেছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfield Scram 411)। এক টুইট মারফত একথা জানিয়েছে রয়্যাল এনফিল্ড। এমনকি বাইকটির দাম ওইদিনই ঘোষণা করা হবে বলেও খবর। ইতিমধ্যেই এর একাধিক ফিচার ও ইঞ্জিন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। যেমন, এতে একটি বডি-কালার্ড কাস্ট মেটাল হেডলাইট কাউল, গোলাকৃতি হেডল্যাম্প, ফুয়েল ট্যাঙ্কে ব্র্যান্ডিংয়ের ব্যাজ প্লেট সহ এতে দেখা মিলবে নানাবিধ বৈশিষ্ট্য।

হার্ডওয়ারের কথা বললে Royal Enfield Scram 411-তে নজর করা যাবে সামনে-পেছনে যথাক্রমে ১৯ ও ১৭ ইঞ্চির অয়ার স্পোক। সাসপেনশন হিসেবে ফ্রন্ট টেলিস্কোপিক ফোর্ক এবং রিয়ার মনোশক দেওয়া হয়েছে। টিউব-টাইপ টায়ারের সাথে এতে আছে সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস। আবার হিমালয়ান (Himalayan)-এর ইঞ্জিনটি দেওয়া হয়েছে এতে। অনুমান করা হচ্ছে ৪১১ সিসি ইঞ্জিনটি থেকে ২৪ বিএইচপি শক্তি এবং ৩২ এনএম টর্ক পাওয়া যাবে। ৫-স্পিড গিয়ার বক্স সহ আসতে পারে বাইকটি।

Royal Enfield Scram 411-এর সাথে প্রতিযোগিতা চলবে Yezdi Scrambler, Honda CB350RS, Husqvarna Svartpilen 250-র। আবার এর দাম Royal Enfield Himalayan-এর তুলনায় কম রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।