Royal Enfield থেকে KTM, এই বছর ভারতে যে সব টপ প্রিমিয়াম বাইক লঞ্চ হবে, দেখুন তালিকা

২০২১-এ ভারতের বাজারে লঞ্চ হয়েছে একাধিক নামজাদা সংস্থার প্রিমিয়াম বাইক। বিগত বছরগুলির তুলনায় গত বছর প্রিমিয়াম বাইকের বিক্রির পরিমাণও ছিল তুলনামূলক বেশি। যা স্বভাবতই নির্মাতা সংস্থাগুলিকে আরো নতুন মডেলের প্রিমিয়াম মোটরসাইকেল দেশীয় বাজারে নিয়ে আসার ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে। তাই এ বছরও সেই ধারা বজায় রাখতে উদ্যত কোম্পানিগুলি। ২০২২-এ ভারতের বাজারে আসতে চলেছে এমন সেরা পাঁচটি প্রিমিয়াম বাইক সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Royal Enfield Scram 411

সামনের মাস অর্থাৎ মার্চেই ভারতের বাজারে পা রাখতে চলেছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfield Scram 411)। ইতিমধ্যেই ডিলারশিপ গুলিতে বাইকটি পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সংস্থাটি। Royal Enfield Himalayan-এর উত্তরসূরি রূপে আসতে চলেছে স্ক্র্যাম্বলার মোটরসাইকেলটি। হিমালয়ানের ইঞ্জিন এবং প্ল্যাটফর্ম এতে ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে এর দাম ১.৭০-১.৯০ টাকার (এক্স-শোরুম)কাছাকাছি রাখা হতে পারে।

2022 KTM 390 Adventure

২০২২ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার (2022 KTM 390 Adventure) সম্প্রতি মুম্বাইয়ের এক ডিলারশিপে স্পট করা হয়েছে। যা বাইকটির দ্রুত লঞ্চের সম্ভাবনাকে প্রবল করেছে। এ বছর ভারতে এটিই হতে চলেছে সংস্থার প্রথম লঞ্চ। বেশ কিছু বাহ্যিক আপডেটেড স্টাইলিংয়ের সাথে দেখা মিলবে নতুন মডেলটির।

Royal Enfield Hunter 350

Scram 411-এর পর সংস্থার দ্বিতীয় লঞ্চ হতে পারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350)। দীর্ঘদিন ধরেই এর লঞ্চের সম্পর্কে জল্পনা দানা বেঁধেছে। ইতিমধ্যেই বাইকটির টেস্ট রান চলাকালীন একাধিকবার স্পট করা হয়েছে। Meteor 350-র অফরোড অবতার রূপে আসতে চলেছে Hunter 350। ছবি দেখে মনে করা হচ্ছে এটি হতে পারে একটি স্ক্র্যাম্বলার গোত্রের বাইক।

KTM RC390

নতুন প্রজন্মের KTM RC200 ইতিমধ্যেই ভারতের বাজারে লঞ্চ হলেও এবার এর আরও শক্তিশালী ভার্সন হিসেবে আসতে চলেছে কেটিএম আরসি৩৯০ (KTM RC390)। যা এ বছরই ভারতের বাজারে লঞ্চ করা হবে বলেই খবর। আপডেটেড ডিজাইন, একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল সহ একাধিক নতুন ফিচারের দেখা মিলবে বাইকটিতে। RC200-র তুলনায় এর দাম সামান্য বেশি রাখা হতে পারে বলে অনুমান।

Ducati Streetfighter V2

২০২১-এর নভেম্বরে প্রথমবারের জন্য উন্মোচিত হয়েছিল ডুকাটি স্ট্রিটফাইটার ভি২ (Ducati Streetfighter V2)। যা এবছরের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। Panigale V2-র প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রিমিয়াম মোটরসাইকেলটি। আবার ৯৫৫ সিসি সুপারকোয়াড্রো, টুইন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে এতে।