বড় খবর! দামী বা কমদামী সমস্ত Samsung Galaxy S23 সিরিজের ফোনে থাকবে একই সেলফি ক্যামেরা

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung বরাবর তাদের ডিভাইসগুলিকে চমৎকার ক্যামেরা সেটআপের সাথে নিয়ে আসে। এবারও এর ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। কেননা সম্প্রতি আসন্ন Samsung Galaxy S23 সিরিজের ক্যামেরা ফ্রন্ট সম্পর্কিত তথ্যাদি প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুসারে, আলোচ্য লাইনআপের অধীনে আসা সমস্ত স্মার্টফোনেই একই ফিচার তথা রেজোলিউশনের সেলফি ক্যামেরা দেওয়া হবে। অর্থাৎ, ক্রেতারা Samsung Galaxy S23 লাইনআপের সবচেয়ে সস্তা মডেল কিনুক বা সবচেয়ে দামী Galaxy S23 Ultra মডেল বেছে নিক, সেলফি ক্যামেরার পারফরম্যান্স একই রকম হবে।

লঞ্চের আগেই Samsung Galaxy S23 সিরিজের ক্যামেরা সেটআপ সংক্রান্ত তথ্য এলো প্রকাশ্যে

পূর্ববর্তী বেশ কয়েকটি লিকে দাবি করা হয়েছিল যে, স্যামসাং হয়তো তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৩ অধীনস্ত প্রত্যেকটি ডিভাইসে একই রেজোলিউশনের সেলফি সেন্সর ব্যবহার করবে। আর সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট এই দাবিকে নিশ্চিত করে জানিয়েছে, উক্ত লাইনআপের প্রতিটি হ্যান্ডসেটেই ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে।

তদুপরি পূর্বে প্রকাশিত অন্যান্য রিপোর্ট অনুসারে, সিরিজের টপ-এন্ড মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ব্যাক প্যানেলে নতুন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে। এক্ষেত্রে বাদবাকি সেন্সরগুলি – ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার এবং ১০এক্স ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর হতে পারে।

প্রসঙ্গত একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছিল যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল গ্যালাক্সি এস২৩ (Galaxy S23) এবং গ্যালাক্সি এস২৩+ (Galaxy S23+) উভয় মডেলই ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ১১ মেগাপিক্সেলের সেন্সর হতে পারে। দেখতে গেলে, বিদ্যমান Galaxy S22 এবং Galaxy S22+ মডেলের তুলনায় আসন্ন মডেল-দ্বয়ের রিয়ার ক্যামেরা ফ্রন্ট খুব একটা আপগ্রেড করা হচ্ছে না। স্পষ্টতই, বড় পরিবর্তনগুলি শুধুমাত্র টপ-এন্ড মডেলের জন্যই বরাদ্দ করা হয়েছে।

পাশাপাশি আরেকটি বড় তথ্যও সামনে এসেছে। যেখানে, স্যামসাং তাদের আসন্ন সিরিজের হাই-এন্ড মডেলের পারফরম্যান্স ও ফিচার আপগ্রেডের প্রতি অধিক ফোকাস করছে বলে দাবি করা হয়েছে। এছাড়া, উক্ত সংস্থাটি তাদের লেটেস্ট গ্যালাক্সি এস২৩ সিরিজের মোট ৩২ মিলিয়ন ইউনিট তৈরির লক্ষ্য নিয়েছে, যার মধ্যে ৫০ শতাংশই হবে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা (Galaxy S23 Ultra)।