Royal Enfield থেকে শুরু করে TVS, 2022-এ বাজার কাঁপাতে আসবে এই প্রিমিয়াম বাইকগুলি

গাড়ি শিল্পের জন্য ২০২১ খুব একটি সুখকর না হলেও, নিত্যনতুন মডেল বাজারে আনা থেকে কোনও সংস্থাই বিরত থাকেনি। এমনকি চলতি বছরে ভারতের বাজারে ঘনগন প্রিমিয়াম বা দামী বাইক নিয়ে হাজির হতে দেখা গিয়েছে সংস্থাগুলিকে। আর আগামী বছরেও তার রেশ বজায় থাকবে। 2022-এ বাজাজ অটো, রয়্যাল এনফিল্ড, কেটিএম, ও টিভিএস-এর মতো ব্র্যান্ডগুলি প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। আজকের প্রতিবেদনে তার মধ্যে বহু প্রত্যাশিত পাঁচটি মডেলের কথা তুলে ধরা হল

Royal Enfield Scram 411

চেন্নাইয়ের বাইক প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ড তাদের অতি জনপ্রিয় Himalayan ADV এর সাশ্রয়ী ভার্সন হিসেবে নয়া বছরে Scram 411 ভারতে আনতে চলেছে।

KTM RC 390 (new-gen)

Bajaj Auto সামনের বছরই নতুন প্রজন্মের KTM RC 390 বাইকটি নিয়ে আসতে চলেছে। ২০২২-এর প্রথম প্রান্তিকে এটি নিয়ে আসা হতে পারে। বাজার চলতি মডেলটির তুলনায় এর নতুন ভার্সনটি সামান্য বেশি দামে আসতে পারে।

Royal Enfield hunter 350

রয়্যাল এনফিল্ড এর অপর একটি টু-হুইলার hunter 350-র দেখা মিলতে পারে নতুন বছরে। সব ঠিকঠাক চললে নতুন বছরের মাঝামাঝি সময়ে এটি আনা হবে বলে ঘোষণা করেছিল সংস্থাটি। Meteor 350-র উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। এমনকি বাইক দুটির ইঞ্জিনও একই।

TVS Zeppelin Cruiser

২০১৮-এ অটো এক্সপো ইভেন্টে এই ক্রুজার বাইকটি সামনে এনেছিল TVS। অফিশিয়ালি এখনো সেরকম কিছু জানানো না হলেও, নতুন বছরের মাঝামাঝি কোনো এক সময় এটি বাজারে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

Royal Enfield Shotgun (SG 650)

গত মাসে EICMA আন্তর্জাতিক ইভেন্টে SG 650-র নমুনা মডেলটির উন্মোচন করেছিল রয়্যাল এনফিল্ড। আশা করা হচ্ছে ২০২২-এ পুজোর মরসুমে এর প্রোডাকশন- ভার্সনটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এটি 650 Twins-এর উপর ভিত্তি করে আগামীতে আসতে পারে।