লঞ্চের আগেই একঝলক দর্শন, Royal Enfield এর নতুন বাইক Sherpa সম্পর্কে জেনে নিন

দেশের জনগণ যখন Super Meteor 650 কে নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ঠিক তখনই রয়্যাল এনফিল্ড (Royal Enfield) আগামীর ঘুঁটি সাজাতে তৎপর। চলতি বছরেই বেশ কয়েকটি…

দেশের জনগণ যখন Super Meteor 650 কে নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ঠিক তখনই রয়্যাল এনফিল্ড (Royal Enfield) আগামীর ঘুঁটি সাজাতে তৎপর। চলতি বছরেই বেশ কয়েকটি নতুন মোটরসাইকেল আনার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা ছাড়ছে তারা। এরই মধ্যে ৬৫০ সিসির সেগমেন্টকে আরও দৃঢ় করতে এই প্লাটফর্মে নতুন একটি ফ্লাগশিপ স্ক্র্যাম্বলার বাইক আসবে আগামী কয়েক মাসের মধ্যেই। এমনকি ভারতবর্ষের রাস্তায় তাদের এই নতুন স্ক্র্যাম্বলার ৬৫০ বাইকটির টেস্ট রাইড করার ছবি পুনরায় ক্যামেরাবন্দি হয়েছে। এই নতুন বাইকটির সম্বন্ধে এখনও পর্যন্ত প্রকাশ পাওয়া তথ্যগুলি আপনাদের জন্য পরিবেশন করলাম আমরা।

Royal Enfield Scrambler 650: ডিজাইন ও হার্ডওয়ার

ক্লাসিক এবং মিটিয়রের জন্মদাতা রয়্যাল এনফিল্ড এর তৈরি ৬৫০ সিসির এই নতুন স্ক্র্যাম্বলার বাইকটির সম্ভাব্য নাম হতে চলেছে- শেরপা ৬৫০ক্ষ(Sherpa 650)। বাইকটির ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে এই সংস্থার হাতে থাকা জনপ্রিয় দুটি ক্রুজার মডেল Hunter 650 এবং Interceptor 650 এর থেকে বিভিন্ন রকম ডিজাইন স্টেটমেন্ট ধার নেওয়া হয়েছে এতে। বাইকটির একদম সামনের দিকে এলইডি হেডলাইন সেটআপ এবং সিঙ্গেল পিস সিট ছোট এগজস্ট পাইপ, অ্যালয় কিংবা স্পোক হুইল সহ আরও একগুচ্ছ কোম্পানির নিজস্ব অ্যাক্সেসরিজ দেখতে পাওয়া যাবে।

Royal Enfield Scrambler 650: ইঞ্জিন ও গিয়ারবক্স

এই শেরপা ৬৫০ বাইকটি সম্পূর্ণভাবেই রয়্যাল এনফিল্ড এর অতি জনপ্রিয় ও বিশ্বস্ত ৬৫০ সিসির প্লাটফর্মের উপর তৈরি, যা ইতিমধ্যেই Interceptor, Continental এবং Super Meteor বাইক তিনটিতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ইঞ্জিনের উপর তৈরি চতুর্থ মোটরসাইকেলের তকমা পেতে চলেছে শেরপা ৬৫০। এতে ব্যবহৃত ৬৫০ সিসির প্যারালাল টুইন, এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিনটি ৪৬.৩ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স।

আগামী দিনে রয়্যাল এনফিল্ড নতুন বাইক কোনগুলি?

চলতি বছরের শুরুর দিকেই ভারতবাসীর জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছিল সুপার মিটিয়র ৬৫০। এরপর কিছুদিন আগেই Interceptor এবং Continental GT 650 এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে তারা। চলতি বছরেই আরও বেশ কয়েকটি নতুন বাইক নিয়ে আসার পরিকল্পনা রয়েছে চেন্নাইয়ের এই বাইক নির্মাতার। বর্তমানে নতুন জেনারেশনের Bullet 450, ShotGun 650, Scrambler (Sherpa) 650 এবং Himalayan 450 নিয়ে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত তারা। অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক, হিমালয়ানের বৃহত্তর সংস্করণটি এর পরের বড় চমক হিসেবে আসতে চলেছে।