দূর-দূরান্তে রেলের পরীক্ষা দিতে যাওয়ার দিন শেষ, সিট অ্যালটমেন্টের জন্য Google Maps ব্যবহার করবে RRB

জীবনে এগিয়ে চলার পথে আমাদের সকলকেই একাধিক পরীক্ষা দিতে হয়। এর মধ্যে আমআদমির জন্য অন্যতম একটি হল সরকারি চাকরির পরীক্ষা। নিশ্চয়তার কারণে বরাবরই সরকারি চাকরির এবং তার পরীক্ষার যথেষ্ট কদর রয়েছে, আবার সেটা যদি আবার রেলের চাকরির পরীক্ষা হয় তাহলে তো কথাই নেই। ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কমবেশি সকলেই এই ধরনের পরীক্ষায় বসে থাকেন। ফলে প্রতিনিয়তই আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইসব পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রের অবস্থান দেখে অনেকেরই রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায়! নিজের বাড়ির কাছে অর্থাৎ নিজের জেলায় সেন্টার পাওয়া তো দুরস্থ, অনেক সময় দেখা যায় যে আশেপাশের জেলাকেও ছাপিয়ে গিয়ে পরীক্ষাকেন্দ্রটি গিয়ে পড়েছে সম্পূর্ণ অন্য একটি রাজ্যে! ফলে যাতায়াতে অনেকটা সময় অতিবাহিত হয় পরীক্ষার্থীদের, আবার যাতায়াতের খরচ জোগাতে বেসামাল হয়ে অনেকে পরীক্ষায় বসতেও পারেন না। সেক্ষেত্রে এই সমস্যা দূর করতে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।

বাড়ির কাছেই পড়বে রেলের পরীক্ষার সিট

সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি (RRB)-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এবার রেলের পরীক্ষায় গুগল ম্যাপস (Google Maps) ব্যবহার করবে সরকার। সকল পরীক্ষার্থীদের সুবিধার্থেই পরীক্ষাকেন্দ্র নির্ধারণে এই প্রথম গুগল ম্যাপস ব্যবহার করা হবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে, এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র অনেকটা দূর হলে তাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হতো এবং এই নিয়ে মানুষের প্রচুর অভিযোগও ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে এই মুশকিল আসান সম্ভবপর হবে। আর এই খবর শুনে পরীক্ষার্থীরাও যে যারপরনাই আনন্দিত হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য৷

আরআরবির মতে, আবেদনকারীদের সুবিধার জন্য এবার তাদের বাড়ি থেকে ৩০০ কিলোমিটার পরিসরের মধ্যে পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে এবং এর জন্য গুগলের ম্যাপ পরিষেবা ব্যবহার করবে সরকার কর্তৃপক্ষ। অর্থাৎ সোজা কথায় বললে, এখন থেকে পরীক্ষার্থীদের বাড়ির ঠিকানা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের অবস্থান নির্ধারণ করবে আরআরবি এবং প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষার্থীদের বাসভবন থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সিট অ্যালটমেন্ট করা হবে, যাতে তারা বাস বা ট্রেনের মত পরিবহন মাধ্যম মারফত খুব সহজেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে পারেন।

সবচেয়ে খুশির খবর হল, এই নয়া সিস্টেম খুব দ্রুত কার্যকর হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ জুলাই আয়োজিত হতে চলেছে লেভেল সিক্স এবং লেভেল ফোর কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT), আর সেদিন থেকেই এই নিয়ম চালু করা হবে। প্রায় ৯০টি কেন্দ্রে ৭,০২৬টি পদের জন্য প্রায় ৬০,০০০ চাকুরিপ্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। এই প্রসঙ্গে এক রেল আধিকারিক জানিয়েছেন যে, এখনও পর্যন্ত প্রায় ৯৯% প্রার্থীদেরকেই ৩০০ কিলোমিটারের মধ্যে পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হয়েছে, অন্যদিকে ১০০% মহিলাপ্রার্থীই নিজেদের বাড়ি থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে পরীক্ষাকেন্দ্র পেতে সক্ষম হয়েছেন। ফলে একথা নিঃসন্দেহে বলা যায় যে, আগামী দিনে যেকোনো রেলের পরীক্ষাই একদম নির্ঝঞ্ঝাটে দিতে পারবেন পরীক্ষার্থীরা।