বিতর্কিত কনটেন্ট ডিলিট না করায় প্রায় ৮৫ লক্ষ টাকা জরিমানার মুখে Twitter

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য এবং বিতর্কিত সংবাদ পরিবেশন ইদানীংকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। টুইটারও এই তালিকা থেকে বাদ যায় না। কয়েক মাস আগেই আমরা জানি টুইটারের সাথে…

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য এবং বিতর্কিত সংবাদ পরিবেশন ইদানীংকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। টুইটারও এই তালিকা থেকে বাদ যায় না। কয়েক মাস আগেই আমরা জানি টুইটারের সাথে বিরোধ বেঁধে ছিল ভারত সরকারের। কেন্দ্র সরকার বিতর্কিত কিছু ডিলিট করার নির্দেশ দিয়েছিল আমেরিকান মাইক্রোব্লগিং সাইটটিকে। যদিও প্রথমে সে আদেশ অমান্য করেছিল Twitter। এবার একই কাজ করায় রাশিয়া, টুইটারকে তিনটি দফায় মোট ৮.৯ মিলিয়ন রুবেল (প্রায় ৮৫ লক্ষ টাকা) জরিমানা করলো। মস্কোর একটি আদালত জানিয়েছে যে, শুক্রবার এই জরিমানা ধার্য করা হয়েছে এবং টুইটারকে ৬০ দিনের মধ্যে এই জরিমানা দিতে হবে।

রিপোর্ট অনুযায়ী, রাশিয়া Twitter কে কিছু বিতর্কিত কনটেন্ট রিমুভ করার নির্দেশ দিয়েছিল। এই কনটেন্টগুলির মূল বিষয়বস্তু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া কোম্পানির উপর চাপ বাড়িয়ে নাবালকদের অননুমোদিত বিক্ষোভে যোগদানে উৎসাহিত করা। কিন্তু টুইটার তা রিমুভ করতে অস্বীকার করায় বিশাল জরিমানার মুখে পড়লো।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মাসে রাশিয়ান কর্তৃপক্ষ টুইটারে ড্রাগের ব্যবহার, পর্নোগ্রাফি এবং অন্যান্য নিষিদ্ধ বিষয়ের সাথে সম্পর্কিত পোস্টগুলি অপসারণের ব্যর্থতার অভিযোগ এনে টুইটারে কনটেন্ট লোড করা কমিয়ে দিয়েছিল। ১ মার্চ, রাশিয়ার ইন্টারনেট ওয়াচডগ হুমকিও দিয়েছিল যে, টুইটার যদি ফ্ল্যাগড কনটেন্ট ডিলিট না করে, তবে এক মাসের মধ্যে পরিষেবাটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে।

বিতর্কিত কনটেন্ট পোস্ট করা রুখতে রাশিয়ান সরকারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। এ বছরের শুরুতে বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির কারাদণ্ডের প্রতিবাদে কনটেন্ট পোস্ট করার জন্য সরকার টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করেছে।

এই সম্পর্কিত বিষয়ে টুইটার, অনলাইন কথোপকথন নিরুদ্ধ করার প্রচেষ্টা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে তারা তাদের প্ল্যাটফর্মকে অবৈধ কার্যকলাপ প্রচারের জন্য ব্যবহার করতে কখনোই কাউকে উৎসাহ দেয়নি। তবে শুধু টুইটার নয়, ফেসবুক, টেলিগ্রাম, টিকটক এবং গুগলও কনটেন্ট রিমুভ না করার জন্য জরিমানার সম্মুখীন হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন