Russia-Ukraine Crisis: ইউক্রেনে ডিজিটাল স্ট্রাইক; Gmail, YouTube ইত্যাদি পরিষেবা স্থগিত করল Google

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা বিরামহীন সংঘাতের সাক্ষী এখন গোটা বিশ্ব। সময় যত এগোচ্ছে, দুই দেশের মধ্যকার যুদ্ধের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। স্থলে, জলে এবং আকাশে ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপকভাবে সেনা অভিযান চলছে; এই কারণে গত এক সপ্তাহ ধরে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানুষ খাদ্য, পানীয় থেকে শুরু করে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও ইউক্রেন কিন্তু ডিজিটালভাবে বিশ্বের নানা দেশের সঙ্গে নিজেদের সংযোগ বজায় রেখেছিল। এতে, গোটা বিশ্বও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিটি পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখতে সক্ষম হয়েছিল।

কিন্তু সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ইউক্রেনে ডিজিটাল স্ট্রাইক শুরু হয়েছে, যার ফলে সেখানকার মানুষ গুগল (Google) সার্ভিস ব্যবহার করতে পারছে না। উল্লেখ্য, এর আগে রাশিয়ার মুহুর্মুহু বোমা, গুলি, ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেন-সহ পূর্ব ইউরোপের একাধিক দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও এই ভয়াবহ পরিস্থিতিতে রাশিয়ান আগ্রাসনের সাথে মোকাবিলা করতে তথা নাগরিকদের সুবিধার্থে গোটা ইউক্রেন জুড়ে স্পেসএক্স (SpaceX)-এর হাই-স্পিড স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট স্টারলিঙ্ক (Starlink) সার্ভিস চালু করেছিলেন এলন মাস্ক।

ইউক্রেনীয়রা YouTube এবং Gmail ব্যবহার করতে পারছেন না

রুশ সরকারের সঙ্গে যুক্ত মিডিয়া হাউস থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, ইউক্রেনে গুগল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইউক্রেনীয়রা গুগলের ইউটিউব (YouTube) এবং জিমেইল (Gmail)-এর মতো গুরুত্বপূর্ণ সার্ভিসগুলি ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে এলন মাস্ক হাই-স্পিড ইন্টারনেট সার্ভিস দিয়েছেন বটে, কিন্তু গুগল যদি এই সার্ভিসগুলি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তো উচ্চ গতির নেট পরিষেবা কোনো কাজেই আসবে না। ফলে এখন চরম বিপাকে পড়েছে গোটা ইউক্রেন। পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা মিলছে না!

মার্কিন মিডিয়া রাশিয়াকে বয়কট করেছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে ইউক্রেনের পক্ষ নিয়েছে আমেরিকা, যার ফলে ফেসবুক (Facebook), টুইটার (Twitter) ও ইউটিউব তাদের প্ল্যাটফর্মে রাশিয়ার সঙ্গে যুক্ত গণমাধ্যমকে ব্লক করে দিয়েছে। আবার, অ্যাপল (Apple) সহ অন্য অনেক নামজাদা কোম্পানি রাশিয়ায় তাদের প্রোডাক্টের বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে, ইউক্রেনের পক্ষ নিয়ে অ্যাপ স্টোর থেকে স্পুটনিক (Sputnik) ও আরটি নিউজের (RT News) মতো রাশিয়ান অ্যাপকেও ব্যান করা হয়েছে।

ইউক্রেনের সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে Apple-এর নেওয়া পদক্ষেপ

চলতি যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ায় আইফোন (iPhone), আইপ্যাড (iPad), ম্যাক (Mac) সহ অন্যান্য হার্ডওয়্যার পণ্যের বিক্রয় স্থগিত করেছে অ্যাপল। এর পাশাপাশি, গুগলের মতো অ্যাপলও তার (Apple Maps) পরিষেবাতে ইউক্রেনের ট্র্যাফিক এবং লাইভ ইভেন্ট উভয়ই বন্ধ করে দিয়েছে। ফলে বলা যায় যে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনকে সমর্থন করতে বিন্দুমাত্র পিছুপা হচ্ছে না টিম কুকের টেক-বাহিনী।