Vazirani Ekonk: ভারতের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি সামনে আসছে আর কিছুক্ষণের মধ্যেই

২০১৮ সালে Shul কনসেপ্ট গাড়ি সামনে আনার পর আজ দ্বিতীয়বার আরও একটি মেড-ইন-ইন্ডিয়া স্পোর্টসকার প্রকাশ্যে আনতে চলেছে Vazirani Automotive। সম্পূর্ণরূপে ভারতে তৈরি হওয়া এই বৈদ্যুতিক স্পোর্টসকারের নাম দেওয়া হয়েছে EKonk। প্রকাশ্যে আনার আগে মধ্যপ্রদেশের ইন্দোরে NATRAX টেস্টিং ফেসিলিটিতে ব্যাটারিচালিত পারফরম্যান্স-কেন্দ্রিক গাড়িটির জোরকদমে পরীক্ষা চলছে।

নির্মাতা সংস্থার দাবি, Ekonk ভারতের দ্রুততম গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়া এটি এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে হালকা বৈদ্যুতিক গাড়ি হবে বলেও উল্লেখ করেছে Vazirani Automotive। গাড়িটি কেমন স্পেসিফিকেশন বা ফিচারের সাথে আসবে, সেই নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তবে বলা হয়েছে, একটি নতুন ব্যাটারি প্যাকের উপর কাজ চলছে যা গাড়ির ওজন কমাতে সাহায্য করবে। Vazirani Automotive আরও জানিয়েছে, EKonk বৈদ্যুতিক গাড়ির কার্ব ওয়েট ৭৩৮ কিলোগ্রামের কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে। গাড়ির ইলেকট্রিক মোটর থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ৭২৭ এইচপি শক্তি।

Ekonk এক আসন নাকি দুই আসন বিশিষ্ট গাড়ি হবে, তা Vazirani Automotive-র তরফ থেকে খোলাখুলি জানানো হয়নি। তবে রিলিজ করা অফিসিয়াল টিজার ছবিতে গাড়ির পাশে “EK’ ম্যাসকট দেখা যাচ্ছে। যা ইঙ্গিত করছে, গাড়িটি একটি আসনের সাথেই আসবে। পিওর স্পোর্টসকার যেমন হয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন