Samsung গ্রাহকদের জন্য খারাপ খবর, ফাঁস হয়ে গেল অনেক ডেটা, ভুল স্বীকার সংস্থার

আপনি যদি Samsung ডিভাইস ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। আসলে সংস্থাটি সম্প্রতি স্বীকার করেছে যে, তাদের কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ফাঁস হয়েছে।…

আপনি যদি Samsung ডিভাইস ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। আসলে সংস্থাটি সম্প্রতি স্বীকার করেছে যে, তাদের কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ফাঁস হয়েছে। সাইবার হামলার সাথে সম্পর্কিত এই ঘটনাটি ২০২২ সালের জুলাই মাসে ঘটেছিল। যারপর Samsung ইউজাররা নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ফাঁস হওয়া ডেটার মধ্যে রয়েছে ব্যবহারকারীদের নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য।

স্যামসাং নিজেই এই তথ্য ফাঁসের কথা স্বীকার করেছে, তবে গ্রাহকদের সংবেদনশীল তথ্য নিরাপদে রয়েছে বলে তারা আশ্বাস দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মতো সংবেদনশীল তথ্য ফাঁস হয়নি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সুরক্ষার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এবং এবিষয়ে তারা বিস্তারিতভাবে ব্লগ পোস্টে উল্লেখ করেছে।

Samsung ব্লগ পোস্টে কি জানিয়েছে

এক ব্লগ পোস্টে স্যামসাং লিখেছে, ‘আমাদের কাছে ব্যবহারকারীদের নিরাপত্তা প্রথম অগ্রাধিকার। আমরা সম্প্রতি একটি সাইবার হামলার কথা জানতে পেরেছি, যার কারণে কিছু গ্রাহকের ডেটা প্রভাবিত হয়েছে। ২০২২ সালের জুলাই মাসে, একটি অননুমোদিত তৃতীয় পক্ষ স্যামসাংয়ের ইউএস সিস্টেম থেকে কিছু তথ্য হাতিয়ে নিয়েছে। যদিও এর মধ্যে কোনো সংবেদনশীল তথ্য ছিল না।

Samsung ব্যবহারকারীদের সর্তক করেছে

স্যামসাং ইতিমধ্যেই তথ্য ফাঁসের বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করছে এবং কীভাবে নিরাপদে থাকতে হবে তা জানিয়েছে। অজ্ঞাত পরিচয়ের কেউ ফোন বা মেসেজ করে কোনো সংবেদনশীল তথ্য জানতে চাইলে তা না দেওয়ার অনুরোধ করা হয়েছে। যদিও তথ্য ফাঁসের দ্বারা প্রভাবিত ব্যবহারকারীর সংখ্যা এখনও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি।