বিরাট ছাড়ে কেনার সুযোগ Samsung Galaxy Tab S6 Lite, Tab A7, Tab S7 এবং Tab S7+

করোনার দ্বিতীয় ঢেউ শক্তি বাড়াচ্ছে ভারতে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমত পরিস্থিতিতে গোটা দেশে ফের একবার লোকডাউনের সম্ভাবনা তৈরী হয়েছে। তাই এই সঙ্কটকালীন পরিস্থিতিতেও ভার্চুয়াল পড়াশোনার ধারা বজায় রেখে তাতে নতুন গতি সঞ্চার করতে, নামজাদা স্মার্টফোন নির্মাণকারী সংস্থা Samsung ভারতে “ব্যাক টু স্কুল” সেল নিয়ে এল। এই সেলে Samsung তাদের Galaxy Tab S6 Lite, Galaxy Tab A7, Galaxy Tab S7 এবং Galaxy Tab S7+ মডেলের ওপর আকর্ষণীয় কিছু ছাড় অফার করতে চলেছে, আমাদের দেশের স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য।

দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানিয়েছে, এই বিশেষ অফারটি পেতে শিক্ষার্থীদের তাদের স্কুল এবং কলেজের অফিসিয়াল ই-মেল অ্যাড্রেস ব্যবহার করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Samsung Student Advantage’ -এ লগইন করতে হব। অথবা, স্যামসাং -এর অফিসিয়াল ‘Student ID Validation Partner’ প্রোগ্রামটির অন্তর্গত ‘Student Identify’ বিভাগ থেকেও শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্ৰের বৈধতা প্রমান করতে পারবে। সেক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, শিক্ষার্থীরা যদি স্যামসাং স্টুডেন্ট অ্যাডভান্টেজের মাধ্যমে Samsung.com থেকে এই অফারে থাকা ডিভাইস গুলির খরিদ্দারী করে, তবে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

অফারের কথা বললে, যে সকল গ্রাহক Samsung Galaxy Tab S7+ এবং Galaxy Tab S7 কিনবেন, তারা কীবোর্ড কভারের ওপর ১০,০০০ টাকার বিশেষ ছাড় পাবেন। এছাড়া, Galaxy Tab S7+ ও Galaxy Tab S7 ডিভাইস দুটির কীবোর্ড কভারের কার্যকরী মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে, ৭,৯৯৯ টাকা ও ৫,৯৯৯ টাকা। শুধু তাই নয়, গ্রাহকেরা যদি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ট্যাব দুটি কেনেন তবে, Galaxy Tab S7+ এর ওপর ১০,০০০ টাকা ও Galaxy Tab S7 এর ওপর ৯,০০০ টাকার ক্যাশ-ব্যাক অফারের সুবিধাও উপভোগ করতে পারবেন।

এছাড়া, Samsung -এর Galaxy Tab S6 Lite ক্রয় করলে, গ্রাহকেরা তার সাথে Galaxy Buds+ পেয়ে যাবেন ১,৯৯৯ টাকার বিশেষ মূল্যে। আর এই একই ডিভাইস যদি গ্রাহক এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ক্রয় করেন, তবে ৩,০০০ টাকা অব্দি অতিরিক্ত ক্যাশ-ব্যাক অফার পাবেন। অন্যদিকে, Galaxy Tab A7 ক্রয়কারী গ্রাহকেরা ৯৯৯ টাকার ছাড়ে বুক কভার পাবেন ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারের দ্বারা অতিরিক্ত আরো ২,০০০ টাকার ক্যাশ-ব্যাক অফার তো থাকছেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন