OnePlus এবার থেকে Oppo-র সাব ব্র্যান্ড হিসেবে কাজ করবে, ইউজারদের কী হবে জানুন

দিন চার-পাঁচ আগেই স্মার্টফোন নির্মাতা OnePlus-এর সিইও, পিট লাউ (Pete Lau) জানিয়েছিলেন যে, তারা মোবাইল ব্র্যান্ড Oppo-র সাথে জুড়ে যেতে চলেছে। দুটি সংস্থা, চীনা মাল্টিন্যাশনাল কোম্পানি BBK Electronics-এর মালিকানাধীন হওয়ার কারণে এবং নানা সুযোগ সুবিধা বিনিময়ের উদ্দেশ্যেই এই মেলবন্ধন ঘটছে বলে জানা গিয়েছিল। এছাড়াও সামনে এসেছিল যে, ওয়ানপ্লাস পূর্বে সিস্টার ব্র্যান্ড ওপ্পো-র সাথে গবেষণা ও উন্নয়ন টিম সংহত করার পরে ইতিবাচক ফলাফল পেয়েই এই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আগামীদিনে সংস্থার ঠিক কোন কোন টিমকে সংহত করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি; এমনকি দুটি সংস্থার ইন্টিগ্রেশন প্রসঙ্গে নিজের ফোরাম পোস্টে ‘মার্জ’ (merge) শব্দের ব্যবহারও করেনি ওয়ানপ্লাসের সিইও। তবে এখন নেটদুনিয়ায় কোন কিছুই বেশিক্ষণ চাপা থাকে না। সম্প্রতি টুইটারে এই বিষয়ে একটি মেমো ফাঁস হয়েছে, যা সংস্থার ভবিষ্যত পদক্ষেপ সম্পর্কে কিছুটা স্পষ্টতা দেয়।

কী আছে ফাঁস হওয়া মেমোতে?

ফাঁস হওয়া মেমো অনুযায়ী, আসন্ন দিনগুলিতেও ওয়ানপ্লাস একটি স্বাধীন ব্র্যান্ড হিসাবে থাকবে। তবে তারা ‘ওপ্পোর একটি আভ্যন্তরীণ ব্র্যান্ড’ (এ ব্র্যান্ড উইথ ইন ওপ্পো) রূপে স্বতন্ত্র সত্তা হিসাবে কাজ করবে। এছাড়া, মেমোটি আরও প্রকাশ করে যে এই বছরের শুরুর দিকে আরম্ভ হওয়া এই সংহতকরণ প্রক্রিয়াটি বছর শেষ হওয়ার আগে সমাপ্ত হবে। একইভাবে, ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিট লাউ চিফ প্রোডাক্ট অফিসার এবং স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

https://twitter.com/evleaks/status/1405914905363034118

অর্থাৎ মেমোটি স্পষ্ট করে দিয়েছে যে এবার থেকে OnePlus, Oppo-র হয়ে কাজ করবে। সেক্ষেত্রে দুই সংস্থার সংশ্লেষের ফলে আরও উন্নত বা আকর্ষণীয় প্রোডাক্ট বাজারে আসবে বলে আশা করা যায়। তবে এতে ওয়ানপ্লাস ইউজার বা ওয়ানপ্লাস অনুরাগীদের আপাতত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ এর আগে, ওয়ানপ্লাস, জানিয়েছিল যে, তাদের OxygenOS আগের মতই উপলব্ধ থাকবে এবং ভারতে আগামী ওয়ানপ্লাস ফোনগুলি সংস্থার নিজস্ব কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন সহই আসবে। তদুপরি, সংস্থার কর্ণধার পিট লাউ আগেই নিশ্চিত করেছেন যে, তাঁরা আগের মতই সেরা পণ্য ও অভিজ্ঞতা সরবরাহের চেষ্টা করে যাবে। খুব তাড়াতাড়ি ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট আসবে বলেও তিনি জানিয়েছেন।

তবে পিট লাউ আশ্বস্ত করলেও, আপনাদের জানিয়ে রাখি OnePlus-র OxygenOS এবং Oppo-র ColorOS ইতিমধ্যেই নিজেদের মধ্যে কিছু ফিচার শেয়ার করে নিয়েছে। সেক্ষেত্রে আমাদের অনুমান OnePlus ও Oppo মিশে গিয়ে সমস্ত অত্যাধুনিক সুবিধা গ্রাহকদের অফার করতে চাইছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন