সস্তায় ভারতে লঞ্চ হল Fujifilm Instax Mini 11 এর BTS Butter Version, কিনবেন নাকি?

এবার, Fuzifilm বাজারে নিয়ে এলো নতুন Instax Mini 11 ক্যামেরার একটি বিশেষ এডিশন৷ সম্প্রতি, পপ দুনিয়ার তারকা ব্যান্ড, BTS-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে, Fuzifilm কোম্পানি তাদের এই নতুন ‘Fujifilm Instax Mini 11 BTS Butter’ স্পেশাল এডিশনটি ঘোষণা করে। প্রসঙ্গত জানিয়ে রাখি, BTS হল দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় পপ সঙ্গীত ব্যান্ড, যেটি ২০১৩ সালে প্রথম আত্মপ্রকাশ করেছিল৷ তাদের গান ‘বাটার’ (Butter) ২০২১ সালের সেরা গ্রীষ্মকালীন গানের তকমা লাভ করে।

এই সদ্য লঞ্চ হওয়া ইনস্ট্যান্ট ক্যামেরাটির পাশাপাশি কোম্পানি মিনি ফিল্ম বিটিএস বাটার ভার্সনটিও মার্কেটে এনেছে। ফিল্মটিতে বিটিএস বাটার হার্ট ইনসিগনিয়া (BTS Butter heart insignia) ট্রেডমার্ক যুক্ত একটি উজ্জ্বল হলুদ রঙের বর্ডার ফিচার করা হয়েছে এবং এটি ১০টি এক্সপোজারসহ একক কার্তুজে উপলব্ধ রয়েছে।

Fujifilm Instax Mini 11 BTS Butter Version দাম ও উপলব্ধতা

ভারতীয় বাজারে ইনস্ট্যান্ট ক্যামেরাটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে, মিনি ফিল্ম BTS বাটার সংস্করণটি মাত্র ৬৯৯ টাকায় পাওয়া যাবে। জাপানিজ কোম্পানিটির প্রদেয় তথ্য অনুযায়ী, সদ্য লঞ্চ হওয়া এই পণ্যগুলি চলতি মাসের মাঝামাঝি সময় থেকে জনপ্রিয় ই কমার্স সাইট, Amazon এবং কোম্পানির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ থাকবে।

Fujifilm Instax Mini 11 BTS Butter Version ফিচার

ক্যামেরাটি মসৃণ, পাতলা ও আকর্ষণীয় ডিজাইনের সাথে বাজারে এসেছে। Instax Mini 11 BTS Butter ভার্সনে ‘স্বয়ংক্রিয় এক্সপোজার’ (Automatic Exposure) নামের এক বিশেষ ফাংশন রয়েছে, যেটির মাধ্যমে শাটার বোতামটি টেপার পর চারপাশে পরিবেষ্টিত আলোর মাত্রা বেশ বোঝা যায়। ক্যামেরাটি এরপর, পূর্ব শর্ত অনুযায়ী, শাটারের গতি এবং ফ্ল্যাশ আউটপুট অপ্টিমাইজ করে। সেলফি এবং ক্লোজ-আপ শট নেওয়ার জন্য ক্যামেরায় একটি সেলফি মোড থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আজকাল। এই ক্ষেত্রেও তার কোনো ব্যক্তিক্রম ঘটেনি।