Samsung-এর বাজেট ও মিড-রেঞ্জ ফোনে আসছে গুগলের এই অত্যাধুনিক AI ফিচার

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে স্যামসাং তাদের Galaxy A সিরিজের বাজেট রেঞ্জের ফোনেও এবার তাদের Galaxy AI ফিচরগুলি যুক্ত করতে চলেছে। কোম্পানি এবার এবিষয়ে সিলমোহর দিয়েছে।

Samsung Confirms Circle To Search Feature For These Mid Ranger Smartphones

গত সপ্তাহে প্রকাশিত একটি অনলাইন রিপোর্টে বলা হয়েছিল যে স্যামসাংয়ের ‘Galaxy AI’ ফিচারগুলিকে আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ Samsung Galaxy A সিরিজের নির্বাচিত মডেলগুলিতে যুক্ত করা হবে। ইতিমধ্যেই জানা যে এআই-এর ওপর গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ফোনের এক্সক্লুসিভিটি শীঘ্রই শেষ হবে। আর এবার অবশেষে স্যামসাং এবিষয়ে মুখ খুললো। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের বাজেট/মিড-রেঞ্জের ফোন এবং ট্যাবলেটে তাদের উন্নত এআই টুলগুলি আনার পরিকল্পনা প্রকাশ করেছে।

মিড-রেঞ্জের Samsung Galaxy ডিভাইসগুলিতে আসছে Circle to Search ফিচারটি

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোন এবং ফ্যান এডিশনের ট্যাবলেটে জনপ্রিয় ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি প্রথম যুক্ত করা হবে। স্যামসাং ঘোষণা করেছে যে, ফিচারটি এমাসে স্যামসাং গ্যালাক্সি এ৫৪, স্যামসাং গ্যালাক্সি এ৩৪, স্যামসাং গ্যালাক্সি এ৫৫, এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ আসছে। এমনকি, ২০২৩ সালের গ্যালাক্সি এ ফোনেও এই বৈশিষ্ট্যটি পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ট্যাবলেটের জন্য সার্কেল সার্চ করার বিষয়টিও কোম্পানি নিশ্চিত করেছে। তবে, ট্যাবলেটগুলিতে কবে থেকে ফিচারটি পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি।

ফোন এবং ট্যাবলেটে সার্চ করার একটি নতুন উপায়

সার্কেল টু সার্চ একটি বিদ্যমান গুগল প্রযুক্তির ওপর ভিত্তি করে, যা হল গুগল লেন্স। কিন্তু স্যামসাং এবছরের গোড়ার দিকে Samsung Galaxy S24 সিরিজের সাথে এটিকে আরও স্বজ্ঞাতভাবে One UI অপারেটিং সিস্টেমে ইন্টিগ্রেট করেছে। গুগল লেন্স প্রযুক্তি বেশ কয়েক বছর ধরেই চলে আসছে, কিন্তু মনে করা হচ্ছে স্যামসাং এবং গুগলের মধ্যে পার্টনারশিপ টিপিং পয়েন্ট মার্ক করেছে, যেখানে টুলটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে।

একবার Samsung Galaxy A সিরিজ এবং Samsung Galaxy Tab S9 FE ট্যাবলেটগুলিতে সার্কেল টু সার্চ চালু হলে, ব্যবহারকারীরা অনলাইন সার্চ করতে হোম নেভিগেশন বাটন বা জেসচার হ্যান্ডেলটি লং-প্রেস করে, তারপরে অন-স্ক্রিন সাবজেক্টের চারপাশে আঙ্গুল বা এস পেন ব্যবহার করে ট্যাপ বা একটি বৃত্ত এঁকে যেকোনও স্ক্রিনে এই টুলটিকে অ্যাক্টিভ করতে সক্ষম হবে।