Samsung Exynos 2200 প্রসেসর Snapdragon 8 Gen 1 কে টেক্কা দিতে লঞ্চ হল, রয়েছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট

বহু জল্পনার পর স্যামসাং (Samsung) তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর Exynos 2200- এর ওপর থেকে পর্দা সরালো। গতবছরের একদম শেষলগ্নে সামসাং তাদের এই নতুন চিপসেটের টিজার প্রকাশ্যে এনেছিল। সেই সময় বলা হয়েছিল, প্রসেসরটি এবছর ১১ জানুয়ারি লঞ্চ হবে। তবে পরিকল্পনা মত প্রত্যাশিত তারিখে মুক্তি না পেলেও, অবশেষে বাজারে পা রাখলো ফ্ল্যাগশিপ চিপসেটটি। এবছর লঞ্চ হতে চলা স্যামসাংয়ের প্রিমিয়াম ফোনগুলিতে এই চিপসেটের ব্যবহার হবে।

Samsung Exynos 2200 প্রসেসর লঞ্চ হল

সাউথ কোরিয়ান সংস্থাটি জানিয়েছে যে, এক্সিনস ২২০০ হল একটি নতুন ডিজাইন করা প্রসেসর, যা সংস্থার ৪ ন্যানোমিটার ইইউভি (EUV) নোড ব্যবহার করে তৈরি করা হয়েছে৷ এই প্রসেসরে অক্টা-কোর সিপিইউ (CPU) ডিজাইন রয়েছে এবং এটিতে এআরএমভি৯ (Armv9 ) সিপিইউ কোর ব্যবহার করা হয়েছে। এক্সিনস ২২০০ চিপসেটে তিনটি সিপিইউ ক্লাস্টার রয়েছে। এগুলি হল – একটি একক কর্টেক্স-এক্স২ (Cortex-X2) ফ্ল্যাগশিপ কোর, তিনটি কর্টেক্স-এ৭১০ (Cortex-A710) বড় আকারের কোর এবং চারটি কর্টেক্স-এ৫১০ (Cortex-A510) ছোট আকারের কোর৷

এছাড়াও, চিপসেটটি এএমডি আরডিএনএ ২ (AMD RDNA 2) আর্কিটেকচারের উপর ভিত্তি করে স্যামসাং এক্সক্লিপস (Samsung Xclipse) জিপিইউ সহ এসেছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই জিপিইউটি স্মার্টফোনগুলিতে একটি “কনসোল-লেভেল” গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। স্যামসাং এক্সক্লিপস গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটি – হার্ডওয়্যার-এক্সিলারেটেড রে ট্রেসিং এবং ভ্যারিয়েবল রেট শেডিংয়ের মতো উন্নত ফিচারগুলি অফার করবে। Exynos 2200 প্রসেসর আরও কিছু প্রযুক্তির সাথে এসেছে। যেমন- উন্নত মাল্টি-আইপি গভর্নর (AMIGO), যা সামগ্রিক কর্মক্ষমতা এবং দক্ষতা বাড়ায়। আবার এটি হাই রেজোলিউশন গেমগুলির জন্য ‘ব্যাটারি ড্রেন’ বা ব্যাটারি ফুরিয়ে যাওয়া কমাতে পাওয়ার এফিসিয়েন্সি পরিচালনা করে।

এরসাথে, চিপসেটটি নতুন এনপিইউ (NPU)-এর জন্য আপগ্রেডেড এআই (AI) সহ এসেছ। এটি অধিক বাস্তবসম্মত ছবি তোলার জন্য ইমেজ সিগন্যাল প্রসেসরের সাথে ব্যবহার করা হয় এবং প্রসেসরে বর্তমান আইএসপির (ISP) সাহায্যে সিঙ্গেল ক্যামেরা মোডে ১০৮ মেগাপিক্সেল সাপোর্ট করে এবং ৪কে এইচডিআর (4K HDR) এবং ৮কে (8K) ভিডিও রেকর্ডিং অফার করে।

কানেক্টিভিটির ক্ষেত্রে, Samsung Exynos 2200 ফাস্ট ৩জিপিপি (3GPP) রিলিজ ১৬ ৫জি (16 5G) মডেম সহ এসেছে, যার দ্বারা সাব-৬ গিগাহার্টজ (sub-6GHz) এবং এমএমওয়েভ (mmWave) স্পেকট্রাম ব্যান্ড করে সাপোর্ট করে। এরসঙ্গে এতে ই-ইউট্রান নিউ রেডিও রয়েছে – ডুয়েল কানেক্টিভিটি (EN-DC) যা ৪জি এলটিই (4G LTE) এবং ৫জি এনআর (5G NR) সিগন্যাল উভয়ই ব্যবহার করে এবং ১০ গিগাবাইট প্রতি সেকেন্ড (10Gbps) পর্যন্ত স্পিড অফার করতে পারে।

নিরাপত্তার জন্য, Exynos 2200 প্রাইভেট ক্রিপ্টোগ্রাফিক কী সংরক্ষণ করার পাশাপাশি রুট অফ ট্রাস্ট (RoT) হিসাবে ভূমিকা পালন করতে ইন্টিগ্রেটেড সিকিউর এলিমেন্ট (iSE) এর সাথে এসেছে।

সবশেষে, স্যামসাং জানিয়েছে যে, বর্তমানে Exynos 2200 প্রসেসরের গণ উৎপাদন শুরু হয়ে গেছে। যদিও সংস্থার তরফে এটি স্পষ্টভাবে নিশ্চিত করা হয়নি যে, এই চিপসেটটি ব্র্যান্ডের আসন্ন Samsung Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের পাশাপাশি ব্যবহার করা হবে কিনা।