ফোন কিনলে স্মার্টওয়াচ Free, সাথে আরও টাকা বাঁচানোর সুযোগ, জব্বর Sale নিয়ে হাজির Samsung

এতদিন ধরে Amazon, Flipkart-এর কারণে অসময়ে সেল উপভোগ করতে পেরেছেন ভারতের মানুষ। কিন্তু পাশাপাশি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স তথা টেক ব্র্যান্ড Samsung খোদ যে সস্তায় বিভিন্ন প্রোডাক্ট…

এতদিন ধরে Amazon, Flipkart-এর কারণে অসময়ে সেল উপভোগ করতে পেরেছেন ভারতের মানুষ। কিন্তু পাশাপাশি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স তথা টেক ব্র্যান্ড Samsung খোদ যে সস্তায় বিভিন্ন প্রোডাক্ট কেনার সুযোগ করে দিতে সম্প্রতি একটি বিক্রয়পর্ব নিয়ে হাজির হয়েছে, তা জানেন? হ্যাঁ, এখন জনপ্রিয় কোম্পানিটি তার আধুনিক এবং লেটেস্ট ইলেকট্রনিক্সের মাধ্যমে তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করার জন্য বছরের সবচেয়ে বড় সেল ‘Samsung Fab Grab Fest’ নিয়ে হাজির হয়েছে। এই সেলে আগামী ১২ তারিখ অবধি বিভিন্ন Samsung প্রোডাক্ট দুর্দান্ত অফারে কেনা যাবে।

শুধু তাই নয়, ইভেন্ট চলাকালীন শুধু ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক ক্যাশব্যাক, আপগ্রেড বোনাসের মতো মূল্যবান অফারগুলিই যে পাওয়া যাবে তা নয়, পাশাপাশি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট (samsung.com) বা অ্যাপ থেকে কেনাকাটায় লিকুইড ড্যামেজ প্রোটেকশন, অ্যাসিওর্ড বাইব্যাক (Assured Buyback), ওয়েলকাম ভাউচার (Welcome Voucher) এবং বাই মোর, সেভ মোর (Buy more, Save more) ইত্যাদি অফারের সুবিধাও পাবেন। আসুন এক নজরে এইসব অফারগুলি দেখে নিই।

Samsung-এর সেলে ফোনে পাবেন এইসব অফার

  • স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেল চলাকালীন ব্র্যান্ডের লেটেস্ট Samsung Galaxy S24 সিরিজ ৬৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে। এক্ষেত্রে সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ Galaxy S24 Ultra কেনার সময় কার্টে Galaxy Fit3 স্মার্টওয়াচটি অ্যাড করলে সেটি ‘বাই মোর, সেভ মোর’ অফারের অধীনে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই হাতে পাওয়া যাবে। এছাড়া এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৬,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক পাবেন, মিলবে ৫,০০০ টাকার আপগ্রেড বোনাসসহ এক্সচেঞ্জ অফারের সুবিধাও।
  • ফ্যাব গ্র্যাব ফেস্টে স্যামসাং তার Samsung Galaxy S23, Galaxy S23 FE-র মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন ৩৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনার সুযোগ দেবে। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক পাবেন৷ আবার কেনাকাটায় ২% পর্যন্ত লয়্যালটি পয়েন্টও মিলবে।
  • এছাড়াও Samsung Galaxy A55-5G, Galaxy A35 5G, Galaxy A15 5G-এর মতো ফোনগুলি স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্টে নূন্যতম ১৬,৪৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং পারচেস ভ্যালুতে ২% পর্যন্ত লয়্যালটি পয়েন্ট পাওয়া যাবে।
  • খুবই কম দামে (১০ হাজার টাকা বাজেটে) ফোন কিনতে চাইলে Samsung Galaxy M14 বা Galaxy M55 বেছে নিতে পারেন। এগুলি ৮,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে মিলবে এবং কেনাকাটার ক্ষেত্রে ২% পর্যন্ত লয়্যালটি পয়েন্ট অর্জন করা যাবে।

সেলে ল্যাপটপ, ট্যাবলেটে এইসব অফার দেবে Samsung

  • স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেল উপলক্ষে Samsung Galaxy Book 4 সিরিজ ৬০,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে মিলবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই ডিভাইসগুলিতে এক বছরের এক্সটেন্ডেড্ ওয়ারেন্টি উপভোগ করা যাবে। এর মধ্যে ব্যাঙ্ক অফারে ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক হিসেবে মিলবে৷ থাকবে ২৪ মাসের ইএমআইয়ের সুবিধাও।
  • যদি ট্যাবলেট কিনতে চান তাহলেও লাভ! ফ্যাব গ্র্যাব ফেস্ট সেলে Samsung Galaxy Tab A9, Galaxy Tab S9, Galaxy Tab S9 FE-র মতো ডিভাইসের দাম শুরু হচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে। এর মধ্যে পরবর্তী দুটি ট্যাবের ইন-বক্সে এস পেন মিলবে। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে কেনাকাটায় ১১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক পাবেন, যেখানে স্যামসাং শপ্ (Samsung Shop) অ্যাপ থেকে ডিভাইসগুলি কিনলে ‘ওয়েলকাম ভাউচার’ সহ ২,০০০ টাকা পর্যন্ত ছাড় কাজে লাগানো যাবে।

অ্যাপ্লায়েন্সে অফার

  • স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেলে ব্র্যান্ডের টিভি ২১,৫৯১ টাকার প্রারম্ভিক মূল্যে মিলবে। নির্বাচিত মডেলগুলির সাথে পাওয়া যাবে ফ্রি সাউন্ডবার৷ অন্যদিকে কেনাকাটায় অতিরিক্তভাবে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং ৪,০০০ টাকার অতিরিক্ত আপগ্রেড বোনাসসহ সর্বোচ্চ এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।
  • সেলে ফ্রিজ কিনতে গেলে কমপক্ষে ১৩,৯৪০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার হিসেবে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। স্যামসাং শপ্ অ্যাপ দিয়ে কেনাকাটা করলে মিলবে ‘ওয়েলকাম ভাউচার’ সহ ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়।
  • স্যামসাংয়ের এয়ার কন্ডিশনার সেলে ৩২,০৫৩ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে, সাথে থাকবে ৪,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং সর্বোচ্চ ১৫,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা। এক্ষেত্রে ইনস্টলেশনের জন্য কোনো টাকা লাগবেনা।
  • সেলে মাইক্রোওয়েভ পাওয়া যাবে ৭,৪৯০ টাকার প্রারম্ভিক মূল্যে। এক্ষেত্রে ১৩,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং ১৫,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও কাজে লাগানো যাবে। স্যামসাং শপ্ অ্যাপ দিয়ে কেনাকাটা করলে মিলবে ‘ওয়েলকাম ভাউচার’ সহ ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়।
  • ওয়াশিং মেশিনের প্রারম্ভিক দাম পড়বে ৯,০৯০ টাকা, যার ওপর ২,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট কার্ট ডিসকাউন্ট এবং ২২.৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এক্ষেত্রে স্যামসাং শপ্ অ্যাপের মাধ্যমে কেনাকাটায় ‘ওয়েলকাম ভাউচার’ সহ ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।