Samsung তাদের এই বাজেট স্মার্টফোনে Android 12 আপডেট দিল

২০২১-এর শেষে পুরনো ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে তারপর মিড-রেঞ্জ স্মার্টফোনে, আর হালে একের পর এক বিভিন্ন এন্ট্রি লেভেল বাজেট হ্যান্ডসেটে Android 12 রোলআউট করছে Samsung। মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণে আপগ্রেড করার রেসে প্রতিপক্ষদের থেকে কয়েক ধাপ এগিয়ে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি। এবার তাদের SM-A035F মডেল নম্বরের সস্তা Galaxy A03 স্মার্টফোন Android 12 ভার্সনে আপডেট হল।

Samsung Galaxy A03 হ্যান্ডসেটে জুলাইয়ের সিকিউরিটি প্যাচের সাথে নতুন অ্যান্ড্রয়েড এবং One UI Core 4.1 আপডেট এসেছে‌। ইউরোপে যার ফার্মওয়্যার ভার্সন A035FXXU1BFH4। আপাতত রাশিয়া ও ইউক্রেনে A03 ব্যবহারকারীরা আপডেটটি পেতে শুরু করেছেন। উল্লেখ্য, স্যামসাংয়ের অন্যতম কমদামী মডেল হওয়ার কারণে এতে সংস্থার One UI 4.1 মোবাইল অপারেটিং সিস্টেমের আরও সাধারণ এবং অপ্টিমাইজড সংস্করণ “Core” রোলআউট হয়েছে।

নয়া ফিচারগুলির মধ্যে রয়েছে স্ট্যাটাস বারে ক্যামেরা এবং মাইক্রোফোন ইন্ডিকেটর, ক্লিপবোর্ড প্রোটেকশন, কালার প্যালেট, নতুন উইজেট পিকার ইউআই, আধুনিক স্টাইলের উইজেট, প্রভৃতি‌। আবার স্যামসাং কীবোর্ডে অ্যানিমেটেড ইমোজি, নতুন স্টিকার, গ্রামারলি পরিচালিত অতিরিক্ত স্পেল চেকারের সুবিধা যুক্ত হয়েছে‌‌‌। এছাড়া, গ্যালারি, ডিভাইস কেয়ার, ক্যালেন্ডার, স্যামসাং ইন্টারনেটের মতো স্টক অ্যাপ্লিকেশনগুলিও আপডেট করা হয়েছে।

প্রসঙ্গত, Galaxy A03 লঞ্চ হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। স্পেসিফিকেশনগুলির কথা বললে, এই ডিভাইসে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ৪৮+২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।