Samsung Galaxy A03 ভারতে চলতি মাসে লঞ্চ হতে পারে, ফাঁস হল দাম

স্যামসাং আগামী মাসেই তাদের A এবং M সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। এই সিরিজগুলির অধীনে...
Ananya Sarkar 12 Feb 2022 6:39 PM IST

স্যামসাং আগামী মাসেই তাদের A এবং M সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। এই সিরিজগুলির অধীনে বাজেট এবং মিড-রেঞ্জের ফোনগুলি ছাড়াও দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ভারতের বাজারে এন্ট্রি-লেভেলের Samsung Galaxy A03 স্মার্টফোনটিও শীঘ্রই লঞ্চ করবে বলে জানা গেছে।নতুন একটি রিপোর্টে এই ফোনের লঞ্চের টাইমলাইন এবং দামের পাশাপশি বেশ কয়েকটি স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy A03 ভারতের বাজারে লঞ্চ হতে পারে এমাসেই

91Mobiles- এর রিপোর্টে অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ০৩ মডেলটি সম্ভবত চলতি মাসেই লঞ্চ হতে পারে। তবে ডিভাইসটি ফেব্রুয়ারির শেষের দিকে ভারতের বাজারে আত্মপ্রকাশ না করলে, মার্চে অবশ্যই এটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও জানা যাচ্ছে, ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনটির দাম ১২,০০০ টাকার মধ্যেই রাখা হবে। জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনটি ভিয়েতনামের মার্কেটে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে এবং সেখানে ডিভাইসটির ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯০,০০০ ভিয়েতনামি ডং (আনুমানিক ১০,০০০ টাকা) এবং ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৪৯০,০০০ ভিয়েতনামি ডং (আনুমানিক ১১,৭০০ টাকা)।

সেক্ষেত্রে, ভিয়েতনামের তুলনায় ভারতে Samsung Galaxy A03 ফোনটির দাম কিছুটা বেশি হবে বলেই অনুমান করা হয়েছে। ভিয়েতনামে ডিভাইসটি ব্ল্যাক রেড ডার্ক গ্রীন - এই তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। তবে ভারতে এই ফোনটি শুধুমাত্র ব্ল্যাক এবং রেড কালার অপশনে আসতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A03 Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের ভারতীয় সংস্করণে ভিয়েতনামে লঞ্চ করা মডেলের মতো একই স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে৷ আসন্ন এই স্মার্টফোনে থাকবে ৬.৫ ইঞ্চির এইচডি+ আইপিএস নচ ডিসপ্লে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A03 ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে এবং ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য, Samsung Galaxy A03 ফোনে ইউনিসক টি৬০৬ চিপসেট ব্যবহার করা হবে এবং এই মডেলটি ৩ জিবি/ ৪ জিবি র‍্যাম সহ আসবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন স্যামসাং স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Show Full Article
Next Story