সস্তা Samsung Galaxy A03s লঞ্চের আরো দোড়গোড়ায় পৌঁছে গেল, দেখা গেল Google Play Console-এ

এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন বিভাগে Samsung-এর নতুন চমক হতে চলেছে Galaxy A03s। ভারত-সহ একাধিক দেশের বাজারে স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে তার আগে গুগল প্লে কনসোল এবং গুগল সাপোর্টেড ডিভাইসের তালিকায় Samsung Galaxy A03s হ্যান্ডসেটকে খুঁজে পাওয়া গেল। যথারীতি, গুগল প্লে কনসোলের লিস্টিং ডিভাইসটির মূল ফিচারগুলি প্রকাশ করেছে।

Samsung Galaxy A03s-এর Google Play Consol লিস্টিং

গুগল প্লে কনসোল থেকে জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ০৩ এস এইচডি রেজোলিউশনের ডিসপ্লে সহযোগে আসবে। সফটওয়্যারের দিক থেকে এটি চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই ফোনে। কয়েক সপ্তাহ আগে ফাঁস হওয়া ক্যাড রেন্ডার অনুসারে ফোনের পাওয়ার বাটনে সেন্সরটি দেওয়া হবে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ০৩ এস ফোনে ৩ জিবি র‌্যাম ও MT6765 প্রসেসর থাকবে৷ গত মাসে, গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইটে ডিভাইসটি MT6765V/WB প্রসেসরের সাথে দেখা গিয়েছিল। MT6765 মডেল নম্বরটি সাধারণত হেলিও পি৩৫ এবং জি৩৫ প্রসেসরের সঙ্গে সর্ম্পকিত। তবে গিকবেঞ্চের লিস্টিংয়ের উপর ভিত্তি করে বলা যায়, এটি জি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে।

Samsung Galaxy A03s অন্যান্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ০৩ এস স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা থাকবে। সামনের দিকে দেখা যেতে পারে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন