Samsung Galaxy A04 আসছে পাওয়ারফুল 5000mAh ব্যাটারির সাথে, পেল FCC সার্টিফিকেশন

চলতি বছর ফেব্রুয়ারি মাসে স্যামসাং ভারতে লঞ্চ করে তাদের A-সিরিজের Samsung Galaxy A03 হ্যান্ডসেটটি। আর বর্তমানে সংস্থাটি এর উত্তরসূরির ওপর কাজ করছে, যেটি Samsung Galaxy A04 নামে শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই হ্যান্ডসেটটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC)-এর সাইটে স্পট করা হয়েছে এবং এই সার্টিফিকেশন সাইটের তালিকাটি Galaxy A04-এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এর চার্জিং স্পিড ও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কেও জানিয়েছে।

Samsung Galaxy A04 পেল FCC-এর অনুমোদন

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice) একটি স্যামসাং ফোনকে SM-A045M মডেল নম্বর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর প্ল্যাটফর্মে স্পট করেছে। এই মডেল নম্বরটি স্যামসাং গ্যালাক্সি এ০৪-এর বলে জানা গেছে। এফসিসি-এর তালিকা অনুযায়ী, এই নতুন স্যামসাং হ্যান্ডসেটে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যেটিকে সম্ভবত ৫,০০০ এমএএইচ ব্যাটারি হিসেবে বাজারজাত করা হবে। আবার ফোনের সাথে যে চার্জারটি দেওয়া হবে, তার মডেল নম্বর EP-TA20JWE এবং এটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ব্যান্ডের সাথে ওয়াই-ফাই সংযোগও প্রদান করতে পারে। তবে, এছাড়া তালিকায় স্যামসাং গ্যালাক্সি এ০৪-এর আর কোনও স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, Samsung Galaxy A04 মডেলটি Galaxy A03-এর উত্তরসূরি হিসেবে আসবে, যা চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে উন্মোচিত হয়। এর ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ১০,৪৯৯ টাকা। আবার ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ সহ ডিভাইসটির টপ-এন্ড মডেলটির মূল্য ১১,৯৯৯ টাকা। এই ফোনটি ব্ল্যাক, ব্লু এবং রেড-এই তিনটি কালার অপশনে পাওয়া যায়।

এছাড়া, পূর্বসূরি Samsung Galaxy A03-এ ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) ইনফিনিটি-ভি টিএফটি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। Samsung Galaxy A03 ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্যামসাং হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।