Samsung Galaxy A04s 5G হতে চলেছে সবচেয়ে সস্তা ফাইভজি ফোন, দাম জেনে নিন

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung বর্তমানে Galaxy A-সিরিজের অধীনে একাধিক এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকে ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ডিভাইসগুলি Samsung Galaxy A04s 5G, Galaxy A04s এবং Galaxy A04 হতে পারে বলে আমরা আশা করছি। যার মধ্যে Galaxy A04s স্মার্টফোনের 5G ভ্যারিয়েন্টকে সম্প্রতি একটি সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। যার দরুন, এর কিছু কী-ফিচার প্রকাশ্যে এসে গেছে। আবার মডেলটির সম্ভাব্য দাম আমরা হালফিলে জানতে পেরেছি। পাশাপাশি উক্ত ফোনটির 4G বিকল্পের কিছু বিশেষত্বও ফাঁস হয়েছে অনলাইনে।

ভারতে লঞ্চের আগেই ফাঁস হল আসন্ন Samsung Galaxy A04s 5G স্মার্টফোনের দাম (Samsung Galaxy A04s price leaks ahead of India launch)

স্যামসাংয়ের আপকামিং হ্যান্ডসেট গ্যালাক্সি এ০৪এস -কে ইতিমধ্যেই ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS) ওয়েবসাইটে উপস্থিত হতে দেখা গেছে। যার দরুন আলোচ্য ফোনটিকে শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আমাদের অনুমান। তবে লঞ্চের তারিখ ঘোষণার আগেই, একটি গ্যাজেট সার্চিং সাইট ডিভাইসটির ৫জি ভ্যারিয়েন্টের দামের বিশদ ফাঁস করলো অনলাইনে।

রিপোর্ট অনুসারে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ৫জি স্মার্টফোনের দাম ১০,০০০ টাকা থেকে ১১,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। আর দাম সংক্রান্ত এই তথ্য যদি সত্য হয়, তবে Galaxy A04s এদেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোনগুলির মধ্যে একটি হতে চলেছে৷

প্রসঙ্গত, এ-সিরিজের এই ৫জি স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনের তালিকা এখনও আড়ালে রেখেছে সংস্থাটি। তবে, Samsung Galaxy A04s 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি LCD ডিসপ্লে প্যানেল সহ আসবে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে, এই ফোনটির ৪জি ভ্যারিয়েন্টে একটি পলিকার্বোনেট ব্যাক প্যানেল এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে বলে গুজব শোনা যাচ্ছে। এছাড়া এতে একটি নচ-যুক্ত LCD ডিসপ্লে এবং স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ৮৫০ চিপসেট থাকতে পারে। আর কানেক্টিভিটির জন্য হয়তো একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত করা হবে।

মনে করা হচ্ছে, Samsung Galaxy A04s 5G স্মার্টফোনকে চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ভারতে। যদিও এই তথ্য কতটা যথার্থ, তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব হচ্ছে না।