Samsung Galaxy A06: সস্তায় নয়া ফোন আনছে স্যামসাং, লঞ্চের আগেই ফাঁস ছবি

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটি শীঘ্রই আসছে বাজারে। লঞ্চের আগে ফাঁস হল ফোনটির রেন্ডার।

Samsung Galaxy A06 Renders Leaked Ahead Of Launch

স্যামসাং শীঘ্রই একটি নতুন গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা স্যামসাং গ্যালাক্সি এ০৬ নামে আত্মপ্রকাশ করবে। ফোনটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি, মালয়েশিয়ার এসআইআরআইএম, ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ওয়াইফাই-অ্যালায়েন্স সহ একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করছে। আর এখন এক টিপস্টার স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনের একটি রেন্ডার প্রকাশ্যে এনেছেন। এটি আসন্ন অফারটির ডিজাইন প্রকাশ করে। স্মার্টফোনটি গত বছরের গ্যালাক্সি এ০৫-এর উত্তরসূরি হিসেবে আসবে। স্যামসাং গ্যালাক্সি এ০৬ সম্পর্কে ফাঁস হওয়া রেন্ডারগুলি কী কী তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনের রেন্ডার

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটিকে একটি ফ্ল্যাট ফ্রেমের সাথে দেখা গেছে। এটির ডানদিকে ব্র্যান্ডের কী আইল্যান্ড ডিজাইনও রয়েছে, যা এই বছরের গ্যালাক্সি এ সিরিজের সব ফোনেই দেখা যায়। এর মধ্যে ভলিউম রকার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা পাওয়ার বাটন রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর উল্লম্বভাবে স্ট্যাক করা এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট বিদ্যমান।

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ইনফিনিটি-ইউ ডিসপ্লে থাকবে, অর্থাৎ এর ওপরের নচটি ইউ-এর মতো দেখতে। ডিভাইসের চিনে চওড়া বেজেল থাকবে। নীচের প্যানেলে ইউএসবি-সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি স্পিকার গ্রিল অবস্থান করবে। স্মার্টফোনটিকে ছবিতে কালো রঙের বিকল্পে দেখা গেছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনের পরিমাপ ১৬৭.৩ x ৭৭.৯ x ৮.০ মিলিমিটার হবে। স্মার্টফোনটিতে এইচডি+ রেজোলিউশন সহ বড় ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

এফসিসি সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট থাকবে। ইতিমধ্যেই গিকবেঞ্চ ডেটাবেস উল্লেখ করেছে যে, ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এটিতে ৬ জিবি র‍্যাম থাকবে বলে জানা গেছে এবং তবে লঞ্চের সময় আরও বিকল্প লঞ্চ হতে পারে। যেহেতু স্যামসাং গ্যালাক্সি এ০৬ একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, তাই আশা করা হচ্ছে যে এটি শীঘ্রই লঞ্চ হবে।