Samsung Galaxy a06 spotted on bis certification india launch imminent

সস্তায় নতুন স্মার্টফোন আনছে Samsung, থাকবে Helio G85 প্রসেসর ও 6 জিবি র‍্যাম

স্যামসাং বর্তমানে তাদের পরবর্তী গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি এ০৬ মডেলটির ওপর কাজ করছে বলে জানা গেছে। ফোনটি ভারতের বাজারে শীঘ্রই পা রাখবে বলে আশা করা করা হচ্ছে, কারণ এটিকে এদেশের গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন প্ল্যাটফর্ম, বিআইএস (BIS) ওয়েবসাইটে দেখা গেছে। আসুন এখনও পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এ০৬ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ০৬ পেল বিআইএস সার্টিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ডেটাবেসে এসএম-এ০৬৫এফ/ডিএস মডেল নম্বর সহ দেখা গেছে। যথারীতি এই সার্টিফিকেশন ফোন সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ না করলেও, এটি নিশ্চিত করে যে এতে ডুয়েল সিম সাপোর্ট থাকবে।

তবে, গিকবেঞ্চ এবং ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এ০৬ হ্যান্ডসেটটি আগেই হাজির হয়েছে, যা এর স্পেসিফিকেশন সম্পর্কে বেশকিছু ইঙ্গিত দেয়। জানা গেছে, আসন্ন গ্যালাক্সি এ সিরিজের ফোনটি বেসিক ওয়াই-ফাই ফিচারের সাথে আসতে পারে (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ উভয়ই) এবং ৬ জিবি র‍্যাম সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এদিকে, বেঞ্চমার্ক স্কোর নির্দেশ করে যে এটি কোনও সমস্যা ছাড়াই দৈনন্দিন কাজগুলি পরিচালনা করতে সক্ষম হবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনের ক্যামেরা এবং ডিজাইনের মতো বিশদ তথ্যগুলি এখনও অজানাই রয়েছে, তবে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য স্যামসাং ফোন খুঁজছেন এমন লোকেদের জন্য স্যামসাং এ০৬ একটি ভাল বিকল্প হতে পারে। আরও নিশ্চিতভাবে জানার জন্য অফিসিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। তবে আসন্ন ফোনটি কি কি অফার করতে পারে, সেসম্পর্কে ধারণা পেতে এর পূর্বসূরির স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখা যেতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ইনফিনিটি-ইউ ডিসপ্লে রয়েছে। এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। অতিরিক্ত স্টোরেজের জন্য এতে একটি মাইক্রো এসডি কার্ড স্লটও বিদ্যমান।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এতে ফেস আনলক ফিচার উপস্থিত রয়েছে, কারণ ফোনটিতে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই৷

পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি এ০৫ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারর সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ কোর কাস্টম স্কিনে রান করে। ফোনটির কানেক্টিভিটি অপশন মধ্যে রয়েছে ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩ এবং একটি ইউএসবি-সি পোর্ট।