Samsung Galaxy A13 4G, Galaxy M23 5G ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, লাইভ হল সাপোর্ট পেজ

স্যামসাং শীঘ্রই বাজারে লঞ্চে করতে চলেছে তাদের দুটি নতুন স্মার্টফোন- Samsung Galaxy A13 4G এবং Galaxy M23 5G। এর আগে বিভিন্ন রিপোর্টে এই ফোনগুলি সম্পর্কীত অনেক তথ্যই প্রকাশ্যে এসেছে। এমনকি Galaxy A13 4G ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা থেকে জানা গেছে ফোনটি Exynos 850 প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। আবার Samsung Galaxy M23 মডেলটিতে Qualcomm Snapdragon 750G প্রসেসরটি থাকবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগে এখন Samsung Galaxy A13 4G ও Galaxy M23 5G স্মার্টফোন দুটি থাইল্যান্ডের এনটিবিসি (NTBC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, এমনকি বিভিন্ন দেশে মডেল দুটির স্যামসাং সাপোর্ট পেজও স্পট করা হয়েছে। এর থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই ডিভাইসগুলি শীঘ্রই বিভিন্ন দেশের বাজারেও পা রাখবে।

Samsung Galaxy A13 4G ও Galaxy M23 5G পেল NBTC সার্টিফিকেশন

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি রিপোর্ট অনুযায়ী, SM-A135F/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি এবং SM-M236B/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম২৩ ৫জি হ্যান্ডসেট দুটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করে। এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি স্মার্টফোনের সাপোর্ট পেজটি ভারত, যুক্তরাজ্য, রাশিয়া এবং সুইজারল্যান্ডে লাইভ হয়েছে, আর গ্যালাক্সি এম২৩ ৫জি-এর সাপোর্ট পেজটি যুক্তরাজ্য এবং রাশিয়ায় লাইভ হয়েছে। এই সাপোর্ট পেজগুলি ডিভাইস দুটি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ না করলেও, এগুলি যে শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে সেই ইঙ্গিত দিয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি -এর দাম এবং স্পেসিফিকেশন (Samsung Galaxy A13 4G Expected Price and Specifications)

পূর্বের রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A13 4G-এর দাম ১৮০ ইউরো (প্রায় ১৫,০০০ টাকা) থেকে শুরু হয়ে ২২০ ইউরো (প্রায় ১৮,৭০০ টাকা) পর্যন্ত যেতে পারে। এই আপকামিং ফোনের গিকবেঞ্চ (Geekbench) তালিকাটি প্রকাশ করেছে যে, এই স্যামসাং স্মার্টফোনটি এক্সিনস ৮৫০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে৷ ফোনের প্রোডাকশন ইমেজগুলি থেকে এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে জানা গেছে। এছাড়া, ইতিমধ্যেই স্যামসাংয়ের গ্রেটার নয়ডার প্ল্যান্টে এই স্মার্টফোনের উৎপাদন শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, বর্তমানে Galaxy A13 5G স্মার্টফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উপলব্ধ রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম২৩ ৫জি -এর দাম এবং স্পেসিফিকেশন (Samsung Galaxy S23 5G Expected Price and Specifications)

Samsung Galaxy M23 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি এবং ৬ জিবি র‍্যাম সহ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ওয়েবসাইটের তালিকা থেকে জানা যায় যে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২-এ রান করবে। এছাড়া, এটি ব্লুটুথ ভি৫ সাপোর্ট, ২৫ ওয়াট চার্জার এবং মাইক্রোএসডি কার্ড সাপোর্ট সহ আসতে পারে। জানা গেছে, নির্বাচিত বাজারে Galaxy M23 5G মডেলটি Galaxy F23 5G হিসেবেও লঞ্চ হতে পারে।