শুরু হল Samsung Galaxy Note 20 সিরিজের প্রি-বুকিং, পাওয়া যাবে ৩৮০০ টাকা ছাড়

স্যামসাং প্রেমীদের জন্য সুখবর। আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে Samsung Galaxy Unpacked ইভেন্ট। এই বিশেষ ইভেন্টে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ৫ টি নতুন ডিভাইসের কথা ঘোষণা করতে চলেছে। তবে তার আগেই কোম্পানি এই ডিভাইসগুলির প্রি-বুকিং শুরু করলো। শুধু তাই নয়, প্রি-বুকিংকারী গ্রাহকরা ছাড় পাবেন। আসুন আসন্ন স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকেড ইভেন্ট ও ডিভাইস প্রি-বুকিং অফার সম্পর্কে জেনে নিই।

স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি দক্ষিণ কোরিয়া থেকে ভার্চুয়ালি সম্প্রচারিত হবে। ভারতে এটি ৫ই আগস্ট সন্ধ্যা ৭:৩০ থেকে দেখা যাবে। এই প্রোগ্রামে যে পাঁচটি নতুন ডিভাইস চালু করা হবে, তার মধ্যে বৃহত্তম আকর্ষণ Galaxy Note 20 সিরিজ। সংস্থাটি এই ইভেন্টে Note 20, Note 20 Ultra সহ গ্যালাক্সি ফোল্ড ২, গ্যালাক্সি বাডস লাইভ, গ্যালাক্সি ওয়াচ ৩ বাজারে আনতে চলেছে। এই ইভেন্টে নতুন গ্যালাক্সি ট্যাব S6-এর লঞ্চ সম্পর্কেও আলোচনা করা হবে।

আপাতত সংস্থার তরফে আসন্ন ডিভাইসগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কিছু তথ্য ফাঁস হয়েছে যেখান থেকে মনে করা হচ্ছে, গ্যালাক্সি নোট ২০ আল্ট্রাতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ WQHD+ ডিসপ্লে থাকবে। এছাড়া ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরসহ ১০৮-মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা থাকতে পারে। তবে ভারতে এই ফোনটি Exynos ৯৯০ প্রসেসরের সাথে আসবে। সম্প্রতি, মিস্টিক ব্রোঞ্জ কালারের 5G ভ্যারিয়েন্টের একটি ফোনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছিল, যা গ্যালাক্সি নোট ২০ ফোনের বলে মনে করেছেন অনেকেই।

এবার আসি গ্যালাক্সি ডিভাইসের প্রি-রেজিস্ট্রেশনের ব্যাপারে। যে সমস্ত ইউজার গ্যালাক্সি ডিভাইসের প্রি-রেজিস্ট্রেশন করবেন, তারা প্রায় ৩৮০০ টাকা লাভ করতে পারেন। তবে এই বিশেষ অফারটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজারদের জন্য উপলব্ধ। এবং ঠিক ঠিক কোন ডিভাইসের জন্য এই অফারটি রয়েছে সে সম্পর্কে সংস্থাটি এখনো কোনো তথ্য দেয়নি। মনে করা হচ্ছে কোম্পানি Samsung Galaxy Note 20 সিরিজের জন্যই প্রিবুকিং এনেছে। আশা করা যায় আমেরিকার বাইরেও সংস্থাটি গ্রাহকদের নতুন গ্যালাক্সি ডিভাইস প্রি-বুকিং করার ক্ষেত্রে কিছু ভালো অফার দিতে পারে।