Samsung Galaxy A13 5G: চীনা কোম্পানিদের চাপে ফেলতে স্যামসাং আনছে সবচেয়ে সস্তা 5G ফোন

সস্তায় 5G ফোন এনে চীনা সংস্থাগুলির সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Samsung। এই মূহুর্তে,  Samsung-এর সবচেয়ে সস্তা 5G ফোনের নাম Galaxy A22 5G। তবে স্যামসাং এর থেকেও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের উপর কাজ করছে বলে দাবি করা হয়েছে এক নতুন রিপোর্টে। তাতে বলা হয়েছে, স্যামসাংয়ের A সিরিজের এই নয়া স্মার্টফোনের নাম Galaxy A13 5G।

Galaxyclub.nl-এর রিপোর্ট অনুসারে, Samsung Galaxy A13 5G, গত বছর লঞ্চ হওয়া Galaxy A12 -এর সাক্সেসর হিসেবে আসতে চলেছে। তাদের দাবি, স্যামসাংয়ের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ ঘটবে Galaxy A13 5G-এর।

ফোনটির স্পেসিফিকেশন যদিও উল্লেখ করেনি Galaxyclub.nl। তারা শুধু জানিয়েছে, এই ডিভাইসের মডেল নম্বর SM-A36B৷ উল্লেখ্য, Samsung Galaxy A22 5G -এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছিল ২০০ ইউরো (প্রায় ১৭,২০০ টাকা)। এর ফলে Samsung Galaxy A13 5G-এর দাম ২০০ ইউরোর নীচে রাখা হবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, Galaxy A12 গত বছরের ডিসেম্বরে লঞ্চ করা হয়েছিল। এতএব, এ বছরের শেষ বা আগামী বছরের প্রথমার্ধের মধ্যে Galaxy A13 5G আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়।

Samsung Galaxy A12 এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে, এক্সিনস ৮৫০/ মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন