লঞ্চের 4 মাসের মধ্যেই 10,000 পিস বিক্রি, জাত চেনাচ্ছে Tata-র সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ির বর্ধনশীল জনপ্রিয়তার পরিস্থিতিতে টাটা মোটরস (Tata Motors) তাদের সবচেয়ে সস্তা ব্যাটারি মডেল Tata Tiago EV-এর ১০,০০০ ইউনিট ডেলিভারি দেওয়ার কথা ঘোষণা করল। মাত্র চার মাসে এই অসাধ্য সাধন করে দেখিয়েছে কোম্পানি। আবার Tiago EV দেশের মধ্যে দ্রুততম বুকিং প্রাপ্ত ইভি মডেলের তকমা পেয়েছে। মাত্র ২৪ ঘন্টায় ১০,০০০ বুকিং পেয়েছিল গাড়িটি। ২০২২ এর ডিসেম্বরের মধ্যে যা ২০ হাজারে পৌঁছায়।

Tata Tiago EV-র ১০,০০০ পিস বিক্রি হল

টাটা টিয়াগো ইভি-র বর্তমান দাম ৮.৬৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১০.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। গাড়িটির প্রসঙ্গে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের মার্কেটিং, সেলস অ্যান্ড সার্ভিস স্ট্র্যাটেজি প্রধান বিবেক শ্রীবাস্তব বলেন, “Tiago EV লঞ্চের পর থেকেই বিভিন্ন মাইলস্টোন স্পর্শ করে চলেছে। দ্রুততম বুকিং প্রাপ্ত ইভি মডেলের পর এবারে ১০,০০০ ডেলিভারির নজির গড়লো এই ইভি।”

Tata Tiago EV : ব্যাটারি, রেঞ্জ ও মোটর

Tata Tiago EV দুই ধরনের ব্যাটারির বিকল্পে অফার করা হয়। ১৯.২ কিলোওয়াট আওয়ার মডেলটি থেকে ২৫০ কিলোমিটার রেঞ্জ মেলে। যেখানে ২৪ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টটি সম্পূর্ণ চার্জে ৩১৫ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। ছোট ব্যাটারির প্যাকে মডেলটিতে রয়েছে ৪৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যা থেকে ১১০ এমএম টর্ক উৎপন্ন হয়। এটি ৬০ কিমি/ঘন্টার গতিবেগ ৬.২ সেকেন্ডে তুলতে সক্ষম।

বড় ব্যাটারি যুক্ত মডেলটিতে উপস্থিত একটি ৫৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা থেকে ১১৪ এনএম টর্ক পাওয়া যায়। এটি ৬০ কিমির প্রতি ঘন্টার গতিবেগ ৫.৭ সেকেন্ডে তোলে। গাড়িটি চারটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – XE, XT, XZ+ ও XZ+ Lux। এদেশে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Citroen eC3, MG Comet EV। প্রথমটির দাম ১০.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। যেখানে দ্বিতীয়টির প্রারম্ভিক মূল্য ৭.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)।