Samsung Galaxy A13 আসছে 5G ও 4G ভ্যারিয়েন্টে, থাকবে চারটি কালার অপশন

Samsung Galaxy A13 নিয়ে চর্চা অব্যাহত। এই ফোনটি দক্ষিণ কোরিয়ান কোম্পানিটির সবচেয়ে সস্তা 5G ফোন হবে বলে জল্পনা রয়েছে। ইতিমধ্যেই ফোনটির হার্ডওয়্যার, ক্যামেরা এবং প্রসেসর সংক্রান্ত বহু তথ্য সামনে এসেছে। তবে এখন Samsung Galaxy A13 ফোনের কালার ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্যও ফাঁস হল। পাশাপাশি জানা গেছে, ফোনটি 5G-র সাথে 4G ভার্সনেও আসবে। বলার অপেক্ষা রাখে না, Samsung Galaxy A13 আসলে গতবছর লঞ্চ হওয়া Galaxy A12 এর উত্তরসূরী হবে।

Samsung Galaxy A13 ফোনের কালার ও নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য ফাঁস

Galaxy Club-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোনটি ৪জি ও ৫জি কানেক্টিভিটি সহ বাজারে আসবে। যাদের মডেল নম্বর হতে পারে যথাক্রমে SM-A135F এবং SM-A136B। আবার ফোনটি চারটি কালারে বেছে নেওয়া যাবে – ব্ল্যাক, ব্লু, অরেঞ্জ, হোয়াইট। উল্লেখ্য, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ও গ্যালাক্সি এ৫৩ ফোন দুটিও একই কালারে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

Samsung Galaxy A13 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ও সার্টিফিকেশন সাইটের দৌলতে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোনের ৫জি ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এতে এলসিডি প্যানেল‌ দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

Samsung Galaxy A13 ফোনে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৪ জিবি, ৬ জিবি, ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি, ১২৮ জিবি স্টোরেজের বিকল্পে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

Samsung Galaxy A13 ফোনের দাম ও লঞ্চের সময়

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ডিসেম্বরে লঞ্চ হবে এবং আগামী বছরের জানুয়ারি থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। ফোনটির ৫জি ভ্যারিয়েন্টের দাম আমেরিকা যুক্তরাষ্ট্রে ২৪৯ ডলার (প্রায় ১৮,৭২৩ টাকা) থেকে শুরু হতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago