Samsung Galaxy A13 আসছে নতুন রূপে, Exynos এর বদলে থাকবে Mediatek Helio G80 প্রসেসর

গত মার্চ মাসে জনপ্রিয় স্মার্টফোন সংস্থা Samsung, Galaxy A23-এর পাশাপাশি Galaxy A13 হ্যান্ডসেটটি উন্মোচন করে। আর সংস্থা খুব শীঘ্রই Galaxy A13 5G নামে এই ফোনের একটি ৫জি ভ্যারিয়েন্ট বাজারে আনবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, গত কয়েক মাস ধরে Samsung Galaxy A13-এর আরও একটি নতুন সংস্করণের বিষয়েও শোনা যাচ্ছে। এখন একটি নতুন রিপোর্টে SM-A137F মডেল নম্বর যুক্ত Galaxy A13-এর আসন্ন ভ্যারিয়েন্টে ব্যবহৃত প্রসেসরটির নাম প্রকাশ করা হয়েছে। জানা গেছে, হ্যান্ডসেটটি একটি মিডিয়াটেক (MediaTek)-এর চিপসেট দ্বারা চালিত হবে।

Galaxy A13-এর নতুন ভ্যারিয়েন্টে থাকবে MediaTek- এর চিপসেট

গিজপও (GizPaw)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, SM-A137F মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ১৩-এর নতুন ভ্যারিয়েন্টে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, SM-A137F মডেল নম্বর যুক্ত আসল গ্যালাক্সি এ১৩ ফোনটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ৮৫০ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত।

প্রসঙ্গত, এটি প্রথমবার নয় যে, স্যামসাংয়ের কোনও হ্যান্ডসেট ভিন্ন চিপসেটের সাথে পুনরায় বাজারে আত্মপ্রকাশ করবে। গত বছরও গ্যালাক্সি এ১৩-এর পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা গিয়েছিল। গ্যালাক্সি এ১২ প্রথমে মিডিয়াটেক হেলিও পি ৩৫ প্রসেসরের সাথে বাজারে পা রাখে। কিন্তু পরে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এক্সিনস ৮৫০ চিপ সহ এই স্মার্টফোনেরই আরেকটি সংস্করণ চালু করে।

উল্লেখ্য, চিপসেটের পরিবর্তন ছাড়া Samsung Galaxy A12 -এর দুটি ভ্যারিয়েন্টই স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে একই রকম ছিল। তাই Galaxy A13-এর নতুন সংস্করণের ক্ষেত্রেও এমনটাই ঘটবে বলে আশা করা যায়। নতুন Samsung Galaxy A13 মডেলটি সর্বপ্রথম ইউরোপের মার্কেটে Galaxy A13 5G -এর পাশাপাশি উন্মোচন করা হতে পারে। যদিও, এখনও এই স্যামসাং ফোনগুলির লঞ্চের নির্দিষ্ট তারিখটি প্রকাশ্যে আসেনি, তবে আশা করা যায় যে শীঘ্রই এগুলি গ্লোবাল মার্কেটে পা রাখবে।