Samsung একের পর এক ফোনে নতুন অপারেটিং সিস্টেম আপডেট দিচ্ছে, এবার Android 12 পেল এই হ্যান্ডসেট

Samsung প্রায় প্রতি সপ্তাহেই নিয়ম করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের নানা স্মার্টফোনে Android 12 রোলআউট করছে। নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলছে টিক জায়েন্টটি। প্রথমে ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে, তারপর মিড-রেঞ্জ ও বাজেট হ্যান্ডসেটে নতুন সফটওয়্যার দিচ্ছে তারা। এবার Samsung Galaxy A22 মডেলে চলে এল নয়া আপডেট।

রিপোর্ট অনুযায়ী, Samsung তাদের Galaxy A22 মোবাইল ফোনের জন্য Android 12 নির্ভর One UI 4.1 আপডেট রিলিজ করেছে। এটি রিফ্রেশড ইউআই ডিজাইন, উন্নত স্টক অ্যাপস, নয়া উইজেট, ডাইনামিক কালার থিম-সহ একঝাঁক নতুন ফিচার নিয়ে এসেছে এবং সিকিউরিটি ও প্রাইভেসি উন্নত করবে। আপাতত রাশিয়ায় ওই আপডেট উপলব্ধ। এর ফার্মওয়্যার ভার্সন A225FXXU3।

এতে ২০২২-এর সিকিউরিটি প্যাচ অর্ন্তভুক্ত করা হয়েছে। যা ৮৮-র বেশি নিরাপত্তাজনিত ত্রুটি ফিক্স করবে বলে দাবি করা হয়েছে। এই আপডেট শীঘ্রই বিশ্বের বিভিন্ন প্রান্তে রিলিজ করা হবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, এটি গত বছর Android 12-এর সাথে লঞ্চ হয়েছিল। অর্থাৎ এটাই ডিভাইসটির প্রথম মেজর সফটওয়্যার আপগ্রেড।

Samsung Galaxy A22-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে এতে ওয়াটারড্রপ নচযুক্ত ৬.৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৮০ অক্টা-কোর প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেল সিঙ্গেল সেল্ফি ক্যামেরা, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।