Samsung Galaxy A23 5G শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে, পিছনে চারটি ক্যামেরা সহ থাকবে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর

Samsung খুব শীঘ্রই Galaxy A23 5G নামের একটি নতুন ভ্যারিয়েন্টকে ইউরোপীয় বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে গ্যালাক্সি ক্লাবের (Galaxy Club) একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও, আসন্ন স্মার্টফোনটির দাম, স্পেসিফিকেশন বা লঞ্চের সময় রিপোর্ট থেকে সামনে আসেনি। তবে বলতে দ্বিধা নেই Samsung Galaxy A23 5G স্মার্টফোনটি চলতি বছরের মার্চ মাসে ভারতে আগত Galaxy A23 4G মডেলের উত্তরসূরি হবে। অনুমান করা হচ্ছে, এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেটের সাথে আসতে পারে। এছাড়া, এতে একটি এইচডি ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১১ ওএস এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপও থাকতে পারে।

Samsung Galaxy A23 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডুয়েল-সিম স্লট যুক্ত আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হতে পারে। এতে একটি ৬.৪ ইঞ্চির এইচডি IPS LCD ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। আবার উন্নত পারফরম্যান্স অফার করার জন্য স্যামসাংয়ের এই লেটেস্ট ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এমটি৬৮৩৩ (MT6833) প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Samsung Galaxy A23 5G স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ শ্যুটার হতে পারে। আর সেলফি তোলার জন্য এই আসন্ন মডেলটিতে, একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হতে পারে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছিল যে, এই ক্যামেরাগুলি – ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাসের মতো বৈশিষ্ট্যের সাথে আসবে।

প্রসঙ্গত, গত মার্চ মাসে আত্মপ্রকাশ করা স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৪জি ভ্যারিয়েন্টকে ১৯,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে নিয়ে আসা হয়েছিল। ফিচার হিসাবে এই স্মার্টফোনে, একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেলে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম ইউজার ইন্টারফেস বর্তমান।