Samsung Galaxy A23 5G-এর ডিজাইন প্রকাশ্যে, OIS প্রযুক্তির সাথে থাকবে চারটি ক্যামেরা

গত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, স্যামসাং ভতাদের ‘A’ সিরিজের একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Samsung Galaxy A23, Galaxy A33, Galaxy A53, and Galaxy A73- এই স্মার্টফোনগুলি চলতি মাসের শেষে বা মার্চ মাসের শুরুতেই এদেশের বাজারে পা রাখতে পারে বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। নানা মহল থেকে ফোনগুলির প্রসঙ্গে অনেক তথ্যই উঠে এসেছে৷ আর এখন অনলাইনে নতুন Samsung Galaxy A23 5G ফোনের রেন্ডারগুলি সামনে এসেছে। এর থেকে ডিভাইসটির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। ডিজাইনের দিক থেকে, গত বছর লঞ্চ হওয়া A সিরিজের স্মার্টফোনগুলির সাথে নয়া Samsung Galaxy A23 5G ফোনের সাদৃশ্য রয়েছে।

ফাঁস হল Samsung Galaxy A23 5G ফোনের CAD রেন্ডার

কলেজ দুনিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এবং টিপস্টার স্টিভ হ্যামারস্টফার (Steve Hemmerstoffer) স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি হ্যান্ডসেটটির সবকটি অ্যাঙ্গেলের সিএডি (CAD) রেন্ডারগুলি প্রকাশ করেছে। এই রেন্ডারগুলি অনুযায়ী, আসন্ন স্যামসাং স্মার্টফোনটির নিম্নাংশে স্থূল বেজেল ও সামনে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে৷ অনুমান করা হচ্ছে, গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটি গত বছরের স্যামসাং গ্যালাক্সি এ৩২, গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২- এর মতই হবে। ডিভাইসটির পরিমাপ হবে প্রায় ১৬৫.৪ x ৭৭ x ৮.৫ মিলমিএবং ক্যামেরা বাম্প ধরলে সর্বাধিক ১০.৩ মিমি পুরু হবে৷

এছাড়াও, এই ফোনের ডানদিকে ভলিউম কী এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে। ডিভাইসের উপরের প্রান্তে একটি মাইক্রোফোন এবং এর নীচের দিকে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, আরেকটি মাইক্রোফোন, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল দেওয়া হবে৷ ফোনের বাম পাশে সিম কার্ড স্লটটি উপস্থিত থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এ২৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A23 Expected Specifications)

পূর্বে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, Samsung Galaxy A23-তে প্রায় ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ফোনের পিছনের দিকের কোয়াড-ক্যামেরা ইউনিটে অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের এসকে হাইনিক্স (SK Hynix) প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে এবং এরসাথে ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং আরও দুটি ২ মেগাপিক্সেলের লেন্স থাকতে পারে।

তবে এগুলো ছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য এখনও জানতে পারা যায়নি। অনুমান করা হচ্ছে যে, আসন্ন Samsung Galaxy A23 ৪জি এবং ৫জি- দুই কানেক্টিভিটি অপশনেই বাজারে উপলব্ধ হবে।