samsung-galaxy-a23e-render-design-image-features-specifications-leak-ahead-of-launch

Samsung Galaxy A23e ইনফিনিটি ভি ডিসপ্লে ও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে, ফাঁস হল রেন্ডার

Samsung Galaxy A23e শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এখনও ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে সম্প্রতি অনলাইনে এই ফোনের রেন্ডার ফাঁস হয়েছে, যেখান থেকে এর ডিজাইন সহ কিছু বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে‌। Samsung Galaxy A23e ফোনে থাকবে ৫.৮ ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনটি Galaxy A23 এর উত্তরসূরী হিসেবে আসবে।

Samsung Galaxy A23e ফোনের রেন্ডার ডিজাইন ফাঁস

জনপ্রিয় টিপস্টার, Steve H. McFly (@OnLeaks) টেক সাইট, PriceBaba এর সাথে হাত মিলিয়ে এই রেন্ডারটি তৈরি করেছে। জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এ২৩ই দুটি কালারে আসতে পারে – হোয়াইট ও ব্ল্যাক। এই ফোনের ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ, যাকে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ইনফিনিটি ভি (Infinity V) বলে। আবার স্যামসাং গ্যালাক্সি এ২৩ই এলইডি ফ্ল্যাশ সহ সিঙ্গেল রিয়ার ক্যামেরার সাথে আসবে বলে রেন্ডারে দেখানো হয়েছে। এছাড়া ফোনটির বাম পাশে পাওয়ার বাটন ও ভলিউম রকার থাকবে।

টিপস্টার আরও বলেছেন যে, আসন্ন এই গ্যালাক্সি এ সিরিজের ফোনে ৫.৮ ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে থাকবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। স্যামসাং গ্যালাক্সি এ২৩ই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে রান করবে। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া Samsung Galaxy A23e আসবে মাইক্রোএসডি কার্ড সাপোর্টের সাথে। এতে ৩.৫মিমি হেডফোন জ্যাক দেওয়া হবে। ফোনটির পরিমাপ হবে ১৪৯.৮ x ৭০.৭ x ৮.৯ মিমি। এছাড়া আপাতত এই ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে টিপস্টারের দাবি অনুযায়ী, এটি Samsung Galaxy A23 এর থেকে আপগ্রেড ফিচার অফার করবে।