সস্তা হল সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy A31, জানুন নতুন দাম

গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A31। এই ফোনটি ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের সাথে ভারতে এসেছে। এবার ফোনটির দাম কমানোর সিদ্ধান্ত নিল কোম্পানি। A সিরিজের এই ফোনটি এখন ১,০০০ টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। শুধু তাই নয়, ব্যাংক অফারে আরও ১,০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। অ্যান্ড্রয়েড ১০ বেসড স্যামসাং গ্যালাক্সি এ৩১ ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আসুন এই ফোনের নতুন দাম জেনে নিই।

Samsung Galaxy A31 নতুন দাম :

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৩১ এর দাম রাখা হয়েছিল ২১,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ছিল। তবে এখন ফোনটি ২০,৯৯৯ টাকায় পাবেন। আবার ICICI Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,০০০ টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবে।

Samsung Galaxy A31 স্পেসিফিকেশন :

স্যামসাংয়ের এই ফোনে পাবেন ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। যার স্ক্রিন রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। স্যামসাং গ্যালাক্সি এ ৩১ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর উপর চলে। আবার এই ফোনে পাবেন অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি৬৫ প্রসেসর। গ্রাফিক্সের জন্য এখানে ARM মালি জি৫২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

ডুয়েল সিমের এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রধান ক্যামেরা এফ/২.০ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য দ্বিতীয় ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, যার অ্যাপারচার এফ/২.০। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এখানে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও পাওয়া যাবে।

আবার সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এই ফোনে কোম্পানি ৫,০০০ এমএএইচ এর বড় ব্যাটারি দিয়েছে। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এখানে ডুয়েল ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট এর মতো ফিচার উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *