আপডেট: দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল Samsung Galaxy A32 4G, রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

অবশেষে লঞ্চ হল Samsung Galaxy A32 4G। বেশ কয়েকমাস ধরেই এই মিড রেঞ্জ ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছিলো। যদিও দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ফোনটির লঞ্চ ডেট নিয়ে এতদিন নিশ্চুপ ছিল। তবে আজ স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৪জি কে ইউরোপের মার্কেটে উপলব্ধ করা হয়েছে। এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও Samsung Galaxy A32 4G ফোনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অক্টা কোর প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। জানিয়ে রাখি গতমাসে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট অর্থাৎ Samsung Galaxy A32 5G লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy A32 4G এর দাম ও লভ্যতা

গ্যালাক্সি এ৩২ ৪জি ফোনটিকে লঞ্চ করলেও, স্যামসাং এর দাম জানায়নি। এমনকি কবে থেকে এর সেল শুরু হবে বা অন্যান্য মার্কেটে ফোনটি কবে আসবে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। Samsung Galaxy A32 4G চারটি কালারে লঞ্চ হয়েছে – অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ব্লু, অসম ভায়োলেট।

Samsung Galaxy A32 4G এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৪জি ফোনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস S-AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনটি হল A সিরিজের প্রথম ফোন যার ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্টজ। কোম্পানির তরফে জানা হয়েছে, এই ফোনে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত অক্টা কোর প্রসেসর। যদিও প্রসেসরের নাম জানানো হয়নি। তবে জল্পনা চলছে এই প্রসেসরের নাম মিডিয়াটেক হেলিও জি৮০ হবে।

Samsung Galaxy A32 4G ফোনটি ৪ জিবি র‌্যাম, ৬ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম সহ লঞ্চ হয়েছে। আবার ফোনটি ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ইন্টারফেসে চলবে।

ফটোগ্রাফির জন্য এতে আছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার পিছনে চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আপডেট: স্যামসাংয়ের রাশিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে এই ফোনের ৪ র‌্যাম জিবি ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ১৯,৯৯০ রাশিয়ান রুবেল (প্রায় ১৯,৮০০ টাকা) ও ২১,৯৯০ রাশিয়ান রুবেল (প্রায় ২১,৮০০ টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন