‘সবচেয়ে সস্তা’ Samsung Galaxy A32 5G লঞ্চ হওয়া এখন সময়ের অপেক্ষা

স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ফাইভ-জি ফোন হিসেবে অভিহিত করা Galaxy A32 5G, লঞ্চের আরও একধাপ কাছে পৌছে গেল। সম্প্রতি বিভিন্ন রিপোর্ট মারফত ফোনটি সর্ম্পকে একাধিক তথ্য…

স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ফাইভ-জি ফোন হিসেবে অভিহিত করা Galaxy A32 5G, লঞ্চের আরও একধাপ কাছে পৌছে গেল। সম্প্রতি বিভিন্ন রিপোর্ট মারফত ফোনটি সর্ম্পকে একাধিক তথ্য সামনে এসেছিল। এবার স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনটি ব্লুটুথ সার্টিফিকেশন পেল। আজ ফোনটিকে Bluetooth SIG authority-র ডেটাবেসে স্পট করা হয়েছে।

Bluetooth SIG-এর লিস্টিংয়ে Samsung Galaxy A32 5G ফোনটিকে SM-A326B, SM- A326_DS, ও SM-B326BR_DS (DS কথার অর্থ Duel SIM) মডেল নম্বর সহ দেখা গেছে। সাধারণত কোনো স্মার্টফোন ব্লুটুথ সার্টিফিকেশন পাওয়ার পর, মাসখানেকের মধ্যেই সেটি লঞ্চ হয়ে যায়। সেই হিসেবে বলা যায়, জানুয়ারির শেষের দিকেই গ্যালাক্সি এ৩২ ৫জি-র ওপর থেকে পর্দা সড়ানো হতে পারে। ফোনটি ফোর-জি ভার্সনেও কিছু মার্কেটে লঞ্চ করা হবে বলে কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম।

Samsung Galaxy A32 4G/5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য) 

স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ভি (ওয়াটারড্রপ নচ) ডিসপ্লে থাকতে পারে। ফোনটির বডি পলিকার্বনেটের হবে। গিকবেঞ্চ অনুযায়ী, এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১। আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC তে Samsung Galaxy A32 5G ফোনটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ অন্তর্ভুক্ত ছিল।

ফোনের পেছনে থাকবে কোয়াড-ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এই ফোনে সাউড মাউন্টড হবে। ফোনের ৫,০০০ এমএএইচব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ফোনে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট ও এ৩.৫ এমএম অডিও জ্যাক। ফোনের ডাইমেনশন হবে ১৬৪.২x৭৬.১x৯.১মিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *