লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy A33 5G এর কালার অপশন, কবে লঞ্চ হবে?

Samsung চলতি বছরে একাধিক Galaxy A সিরিজের ফোন বাজারে এনেছে। এরমধ্যে Galaxy A22 5G, Galaxy A52 5G অন্যতম। আবার জানা গেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি তাদের সবচেয়ে সস্তা 5G ফোন, Galaxy A13 এর উপর কাজ করছে। তবে নতুন রিপোর্ট অনুযায়ী, Galaxy A33 5G নামে শীঘ্রই একটি A সিরিজের ফোন বাজারে আনতে চলেছে Samsung। সম্প্রতি এই ফোনের কালার অপশন সামনে এসেছে।

Samsung Galaxy A33 5G ফোনের কালার অপশন প্রকাশ্যে

স্যামসাংয়ের তরফে এখনও গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এই আপকামিং ফোনটি আগামী বছরের শুরুতে লঞ্চ হবে। তার আগে Galaxy Club থেকে ফোনটির কালার অপশন ফাঁস করা হয়েছে। তাদের দাবি স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি চারটি কালার বিকল্পে বেছে নেওয়া যাবে – অরেঞ্জ, লাইট ব্লু, ব্ল্যাক ও হোয়াইট।

এর আগে আমরা Samsung কে তাদের Galaxy A সিরিজের ফোন ব্লু, হোয়াইট ও ব্ল্যাক কালারে লঞ্চ করতে দেখেছি। তবে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি অরেঞ্জ কালারের ফোন খুব একটা বাজারে আনেনি। ফলে এই রিপোর্ট কতটা সত্যি তা সময় বলবে।

এছাড়া Samsung Galaxy A33 5G সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। তবে কিছু মাস আগে Galaclub .nl তাদের আরেকটি রিপোর্টে দাবি করেছিল, Samsung আগামী বছরের সমস্ত Galaxy A সিরিজের ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট দেবে। ফলে আসন্ন ফোনটির ক্যামেরা দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে বলেই আমাদের ধারণা। বলার অপেক্ষা রাখে না যে Galaxy A33 5G, Galaxy A32-এর রিপ্লেসমেন্ট মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে‌।