Samsung Galaxy A33 5G পিছনে চারটি ক্যামেরা‌ ও 5000mAh ব্যাটারি সহ আসছে, পেল FCC থেকে অনুমোদন

এবছরের প্রথমদিকেই বেশ কয়েকটি নতুন স্মার্টফোন বাজারে উন্মোচন করতে চলেছে সাউথ কোরিয়ান সংস্থা স্যামসাং। সেই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে Samsung Galaxy A33 5G- এর নামও। শোনা যাচ্ছে আগামী মাসেই ভারতের বাজারে পা রাখতে পারে এই আসন্ন স্মার্টফোনটি। ইতিমধ্যেই ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) ও সেফটিকোরিয়ার (SafetyKorea) মত একাধিক সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A33 5G ফোনটিকে দেখতে পাওয়া গেছে। এখন আবার লঞ্চের আগে ফোনটি এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটেরও অনুমোদন লাভ করল। এই সাইটের থেকে Samsung Galaxy A33 5G-এর চার্জিং ক্যাপাসিটি ও ব্যাটারি সাইজ সম্পর্কে জানা গেছে।

Samsung Galaxy A33 5G অনুমোদন পেল FCC সার্টিফিকেশন সাইট থেকে

SM-A336M/DSN মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (FCC) সাইটে তালিকাভুক্ত হয়েছে। ফলে ফোনটি যে শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে, তা বলাই যায়। এফসিসি- এর লিস্টিং থেকে জানা গেছে, আসন্ন স্যামসাং ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। তবে সম্ভাবনা রয়েছে যে, ডিভাইসটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও, এর রিটেইল বক্সে ১৫ ওয়াটের চার্জার দেওয়া হবে।

এফসিসি সাইটের লিস্টিং আরও প্রকাশ করেছে যে, Samsung Galaxy A33 5G ফোনে EB-BA336ABY মডেল নম্বর সহ একটি ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। এর আগে সেফটিকোরিয়া সার্টিফিকেশন সাইট থেকে জানা যায়, এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। আবার Samsung Galaxy A33 ফোনের কানেক্টিভিটি অপশনে শামিল থাকবে ৫জি, এলটিই, ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১ এবং এনএফসি এর মতো কানেক্টিভিটি অপশন।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A33 Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ব্যবহার করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

আবার ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে ফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি। সাম্প্রতিক আরও একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই আসন্ন স্যামসাং ফোনে আইপি৬৭ রেটযুক্ত জল প্রতিরোধী চ্যাসিস থাকবে।