Samsung Galaxy A33, Galaxy A13 5G নতুন বছরের শুরুতে ভারতে আসছে, দাম ও ফিচার জেনে নিন

নতুন বছরের শুরুতেই ফ্যানদের অনেকগুলি স্মার্টফোন উপহার দিতে চলেছে সাউথ কোরিয়ান সংস্থা স্যামসাং। সংস্থার বহুপ্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S22 বছরের প্রথম দিকেই লঞ্চ হতে চলেছে। আবার সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ -এর ফেব্রুয়ারি মাসে বাজারে আসতে চলেছে সংস্থার দু-দুটি নতুন স্মার্টফোন- Samsung Galaxy A33 5G ও Samsung Galaxy A13 5G। আর এই দুটি ফোনই মিড-রেঞ্জে বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে ফোনগুলিতে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

Samsung Galaxy A33 5G ও Samsung Galaxy A13 5G ফেব্রুয়ারিতে ভারতে আসতে পারে

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা, 91Mobiles-কে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ও স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ভারতের বাজারে আগামী বছরের শুরুতে পা রাখবে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে ফোন দুটি এদেশে লঞ্চ হবে। এই স্মার্টফোনগুলি ৪জি ও ৫জি দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে বলে মত টিপস্টারেরে। সংস্থাটি সম্ভবত তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ স্যামসাং গ্যালাক্সি এস২২ লঞ্চ করার পর এই দুটি নতুন স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরাবে।

মুকুল শর্মা আরও জানিয়েছেন, Samsung Galaxy A33 ফোনের দাম এর পূর্বসূরী Samsung Galaxy A32 – এর মতো রাখা হবে। আশা করা হচ্ছে ভারতে ৩০,০০০ টাকার কমেই মিলবে স্যামসাংয়ের এই নতুন স্মার্টফোনটি। ৫জি ভ্যারিয়েন্টের মূল্য কয়েক হাজার টাকা বেশি হবে। অন্যদিকে Samsung Galaxy A13 স্মার্টফোনটি ইতিমধ্যে আমেরিকার বাজারে পা রাখায় এর দাম বা ফিচার আমাদের জানা। এই ফোনটি ২০,০০০ টাকার কমে ভারতে পাওয়া যেতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A33 5G Expected Specifications)

Samsung Galaxy A33 5G ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেকের ৫জি প্রসেসর। এই ফোনটি আসতে পারে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর+ ৮ মেগাপিক্সেলের সেন্সর+ ৫ মেগাপিক্সেলের সেন্সর + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা মডিউল। ফোনের সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ -এর স্পেসিফিকেশন (Samsung Galaxy A13 5G Specifications)

আমেরিকার বাজারে লঞ্চ হওয়া Samsung Galaxy A13 5G ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মধ্যে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ভিডিও কলিং এর জন্য ফোনের সামনে দেখা যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

পারফরম্যান্সের জন্য Samsung Galaxy A13 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A13 5G ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনে কানেকটিভিটি অপশনের শামিল রয়েছে ৫জি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।