Samsung Galaxy A33 5G লঞ্চ হতে পারে যে কোনও সময়, NBTC এর শংসাপত্র পেল

Samsung চলতি বছর তাদের A সিরিজের অধীনে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তার মধ্যে বেশ ক’দিন ধরে যে মডেলটি আলোচনায়, সেটি হল Samsung Galaxy A33 5G। এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি গতকাল গিকবেঞ্চে দেখা গিয়েছিল। আর সেটি এখন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশনস কমিশন (NBTC)-এর শংসাপত্র পেয়েছে।

এনবিটিসির লিস্টিং অনুযায়ী, Samsung Galaxy A33 5G-এর মডেল নম্বর SM-336E/DSN। উল্লেখ্য, এর আগে ডিভাইসটি গুগল প্লে কনসোল এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে থাক্রমে SM-A3360SM-A336B মডেল নম্বরের সাথে হাজির হয়েছিল। স্মার্টফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৭২৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৮৫২ পয়েন্ট স্কোর করেছিল।

Samsung Galaxy A33 5G যে সংস্থার নিজস্ব Exynos 1200 অক্টা-কোর প্রসেসরের সাথে আসবে, সেটা ইতিমধ্যেই নিশ্চিত করা গিয়েছে। এছাড়া, এতে ৬ জিবি র‍্যাম থাকবে। যদিও এটি আরও ভ্যারিয়েন্টে আসবে বলে মনে করা হচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে শিপিং করা হবে।

অন্যান্য স্পেসিফিকেশনগুলির কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে।