Samsung-এর এই তিনটি ফোনে Android 12 আপডেট এসেছে, আপনারটার নাম আছে কিনা চেক করে নিন

প্রিমিয়াম এবং লেটেস্ট স্মার্টফোন Android 12 ভার্সনে আপগ্রেড করার পর এবার পুরাতন এবং কমদামী মডেলে নতুন অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া শুরু করল Samsung। সংস্থার বেস্ট-সেলার Galaxy A51, ভারতে উপলব্ধ Galaxy F62, এবং দক্ষিণ কোরিয়া এক্সক্লুসিভ Galaxy A Quantum হ্যান্ডসেটে Android 12 সিস্টেম আপডেট পেয়েছে।

স্যামমোবাইলের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং ভিয়েতনাম, রাশিয়া, এবং সংযুক্ত আরব আমিরশাহীর বাজারে উপলব্ধ Samsung Galaxy A51 স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড সংস্করণে আপগ্রেড হয়েছে। এটি Samsung-এর নতুন One UI 4.1 মোবাইল সফটওয়্যার সঙ্গে এসেছে।

একই ভাবে Samsung Galaxy F62 ভারতে Android 12 সংস্করণের উপরে ভিত্তি করে One UI 4.1 পাচ্ছে‌। সফটওয়্যার বিল্ডটি ২০২২-এর ফেব্রুয়ারির সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে। অথচ Galaxy A51-এর ক্ষেত্রে একই আপডেটে মার্চের সিকিউরিটি প্যাচ উপলব্ধ‌।

অন্য দিকে, Galaxy A Quantum হ্যান্ডসেটে Android 12 আপডেটটি One UI 4.1 নাকি One UI 4.0 ভার্সনের সাথে এসেছে কিনা, তা এখনও অজানা। তবে এটি সিকিউরিটি প্যাচ লেভেল মার্চে আপডেট করেছে। ওটিএ সিস্টেম আপডেটের ক্ষেত্রে যেমন হয়, ফোনগুলিতে ব্যাচ ধরে Android 12 রোলআউট চলছে। উক্ত ফোনগুলির ব্যবহারকারীরা সেটিংস এবং তারপর সফটওয়্যার আপডেটে গিয়ে দেখে নিতে পারবেন, ফ্রেশ আপডেট এসেছে কিনা‌