প্রি-অর্ডার শুরু হল Samsung Galaxy A52 এবং Galaxy A72 এর, জানুন দাম
আগামী ১৭ মার্চ লঞ্চ হতে পারে Samsung Galaxy A52 এবং Galaxy A72 সিরিজ। জনপ্রিয় টিপস্টার ট্রন (Tron) আজ এই দাবি করেছে।...আগামী ১৭ মার্চ লঞ্চ হতে পারে Samsung Galaxy A52 এবং Galaxy A72 সিরিজ। জনপ্রিয় টিপস্টার ট্রন (Tron) আজ এই দাবি করেছে। যদিও দক্ষিণ কোরিয়ান কোম্পানির তরফে ফোন দুটির অফিসিয়াল লঞ্চ ডেট এখনও ঘোষণা করা হয়নি। তবে নতুন একটি রিপোর্টকে বিশ্বাস করলে টিপস্টারের দাবি সত্য বলেই মনে হয়। আসলে এই রিপোর্টে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২ ফোন দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে (Pre-Order)। যা নির্দেশ করে এদের লঞ্চ আসন্ন।
টুইটার ইউজার, Alvin আজ Samsung Galaxy A52 এবং Galaxy A72 ফোনগুলির দাম জানিয়ে দুটি টুইট করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন এই ফোনগুলির প্রি-অর্ডার ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে। তার দাবি অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৪,৯৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৩০০ টাকা। আবার ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে ৫,৩৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ২৭,৩০০ টাকা)।
অন্যদিকে Samsung Galaxy A72 ফোনটিও দুটি ভ্যারিয়েন্ট সহ উপলব্ধ হবে বলে টিপস্টারের জানিয়েছেন। যেগুলি হল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম রাখা হবে যথাক্রমে ৫,৯৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ৩০,৩০০ টাকা) ও ৬,৩৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ৩২,৩০০ টাকা)।
প্রসঙ্গত এই ফোন দুটিকে কয়েকদিন আগেই স্যামসাংয়ের হংকং ও সংযুক্ত আরব আমিরশাহীর সাপোর্ট পেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও টিপস্টারের নতুন এই দাবি থেকে আমাদের বুঝে নিতে অসুবিধা হয়না যে, স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২ বিশ্বজুড়েই একসাথে লঞ্চ হবে। ফোনদুটি ইতিমধ্যেই ভারতের BIS সার্টিফিকেশন লাভ করেছে। Samsung Galaxy A52 এবং Galaxy A72 এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।