লঞ্চের আগে ফাঁস Samsung Galaxy A52, Galaxy A72 এর দাম, কিনতে চাইলে জেনে নিন

Samsung আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত গ্যালাক্সি অসম আনপ্যাকড (Galaxy Awesome Unpacked) ইভেন্টে Galaxy A52 এবং Galaxy A72 এর...
PUJA 12 March 2021 9:42 PM IST

Samsung আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত গ্যালাক্সি অসম আনপ্যাকড (Galaxy Awesome Unpacked) ইভেন্টে Galaxy A52 এবং Galaxy A72 এর ওপর থেকে পর্দা সরাবে। এই দুটি ফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে। এবার স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২ এর দাম ফাঁস হল। রিপোর্ট অনুযায়ী, ভারতে Samsung Galaxy A52 ফোনটি ২৬,৪৯৯ টাকা থেকে পাওয়া যাবে। আবার ৩৪,৯৯৯ টাকা থেকে কেনা যাবে Samsung Galaxy A72।

Samsung Galaxy A52, Galaxy A72 এর দাম ফাঁস

মাইস্মার্টপ্রাইস এর এই রিপোর্টে জানানো হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫২ ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসবে। যেগুলি হল ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ২৬,৪৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা।

এদিকে স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটিও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হবে ৩৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৩৭,৯৯৯ টাকায়।

Samsung Galaxy A52 এর স্পেসিফিকেশন

প্রথমেই বলি এই ফোনটি 5G ও 4G ভ্যারিয়েন্টে আসবে। যদিও ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৪২ এর ৪জি মডেল লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। আবার এতে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনের পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা, ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

এদিকে ৫জি মডেলে অতিরিক্ত হিসাবে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হবে। ওয়াটার রেসিস্টেন্স এর জন্য ফোনটি IP67 রেটিং সহ আসবে।

Samsung Galaxy A72 এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটি কেবল ৪জি ভার্সনের সাথে পাওয়া যাবে। এতে থাকবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৬৪+১২+৫+৫ মেগাপিক্সেল। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story