Samsung Galaxy A52s 5G-এর ভারতীয় ইউজারদের জন্য সুখবর, Android 12 এখন ইন্সটল করতে পারবেন

স্যামসাং তাদের অনেক বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোনে ইতিমধ্যেই লেটেস্ট অ্যান্ড্রয়েড রোলআউট করেছে। এবার Samsung Galaxy A52s 5G-এর দক্ষিণ কোরিয়ান ভার্সনের পর ভারতীয় ও ইউরোপীয় ভ্যারিয়েন্টেও দেওয়া হল Android 12-নির্ভর One UI 4.0 আপডেট। এর ফার্মওয়্যার ভার্সন A528BXXU1BUL7 এবং সাইজ ২.২ জিবি। এতে জানুয়ারি ২০২২-এর সিকিউরিটি প্যাচও বান্ডেল করা হয়েছে।

নতুন আপডেট আসার ফলে Samsung Galaxy A52s 5G হ্যান্ডসেটে রিসাইজেবল পিকচার-ইন-পিকচার, পপ-আপ উইন্ডো অপশনে কুইক অ্যাক্সেস, এনহ্যান্সড এজ প্যানেল, ফাইল ম্যানেজারের জন্য ইমপ্রুভড সার্চ-এর মতো ফিচার যুক্ত হতে চলেছে। যদি আপনার মডেলে আপডেট নোটিফিকেশন না আসে, তাহলে এখনই সফটওয়্যার আপডেট ট্যাবে চেক করে ইন্সটল করে নিতে পারেন।

উল্লেখ্য, Samsung Galaxy A52s 5G গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 778G প্রসেসর, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে এসেছে। লঞ্চ হওয়ার সময়ে এতে Android 11-নির্ভর One UI 3 প্রি-ইনস্টলড ছিল।

এছাড়া এই হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর , একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, এবং দু’টি ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্ট-ফেসিং ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।