Samsung Galaxy A53 5G লঞ্চের দোরগোড়ায়, 25W চার্জার-সহ আসবে

স্যামসাং নতুন বছরের শুরুতেই অনেকগুলি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে। আগামী ৯ ফেব্রুয়ারি স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ ইভেন্টে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাংয়ের ‘A’ সিরিজের অধীনে Samsung Galaxy A73 এবং Samsung Galaxy A53 ফোনগুলি এই মাসের শেষের দিকেই বা মার্চ মাসে একাধিক বাজারে লঞ্চ হতে পারে। আর প্রত্যাশিত লঞ্চের আগেই এবার Samsung Galaxy A53 ফোনটিকে স্পষ্ট করা গেল এনবিটিসি (NBTC) এবং এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে।

Samsung Galaxy A53 5G ফোনটিকে দেখতে পাওয়া গেল একাধিক সার্টিফিকেশন সাইটে

SM-A536E/DS (ডুয়েল সিম) মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি – এর একটি ভ্যারিয়েন্ট থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। আবারbSM-A536E/DS এবং SM-A536E (সিঙ্গেল সিম) ভ্যারিয়েন্টগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) থেকে সার্টিফিকেশন লাভ করেছে৷ এফসিসি সাইটের তালিকাটি প্রকাশ করে যে, ডিভাইসটি ২৫ ওয়াট চার্জার সহ বাজারে আসবে। এটি থেকে আরও জানা গেছে যে ডিভাইসটি ৫জি, ওয়াইফাই ৮০২.১১এসি , ব্লুটুথ এবং এনএফসি (NFC)-এর মতো কানেক্টিভিটি ফিচারগুলি সাথে আসবে।

এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি মডেলটিকে গত সপ্তাহে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং গতমাসে চীনের TENAA সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করেছে, যার মাধ্যমে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এ ৫৩ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A53 5G Expected specifications)

Samsung Galaxy A53 5G ফোনে থাকবে ৬.৪৬ ইঞ্চির এইচডি+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি একটি হাই রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে এক্সিনস ১২০০ চিপসেট ব্যবহার করা হবে৷

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 5G ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল সেন্সর সহ কোয়াড-ক্যামেরা ইউনিট থাকতে পারে। এরসাথে ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে এবং এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক লেটেস্ট ওয়ান ইউ আই ৪.এক্স (One UI 4.x) কাস্টম স্কিনে রান করবে। এছাড়া, Samsung Galaxy A53 5G হ্যান্ডসেটটি কিছু বাজারে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মতো কনফিগারেশনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ – এই চারটি কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে।