Samsung Galaxy A53 5G লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে, TENAA থেকে জানা গেল সমস্ত ফিচার

গতবছর মার্চে বাজারে আত্মপ্রকাশ করে Samsung Galaxy A52 স্মার্টফোনটি। শোনা যাচ্ছে এই ফোনের উত্তরসূরি Samsung Galaxy A53 5G- এর ওপর থেকে শীঘ্রই পর্দা সরাবে সংস্থা। ফোনটি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন লঞ্চের আগে এই নতুন স্যামসাং ফোনটিকে TENAA সার্টিফিকেশন সাইটে স্পট হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে, ফুল এইচডি+ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অক্টা-কোর প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ Samsung Galaxy A53 5G স্মার্টফোনটি আসবে। আশা করা যায় শীঘ্রই চীনের বাজারে উন্মোচিত হবে এই স্মার্টফোনটি।

Samsung Galaxy A53 5G পেল TENAA – এর সার্টিফিকেশন

SM-A5360 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি স্মার্টফোনটিকে চীনের স্টেট টেলিকমিউনিকেশন সার্টিফিকেশন অথরিটির (TENAA) সাইটে প্রথম স্পট করে মাইফিক্সগাইড (MyFixGuide)। স্মার্টফোনটিকে সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে, এই সাইটের তালিকা থেকে এর চার্জিং স্পেসিফিকেশন সম্বন্ধে জানা গেছে।

TENAA – এর লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে ৬.৪৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০× ২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে। এই আসন্ন ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিসপ্লের নীচে অবস্থিত হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি -এর লাইভ ছবিগুলিও 91Mobiles সাইটের মাধ্যমে সামনে এসেছে। লাইভ ইমেজের মাধ্যমে স্মার্টফোনের ব্যাক প্যানেল, রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রেমটি প্রকাশ্যে এসেছে।

এছাড়াও জানা গেছে, পারফরম্যান্সের জন্য Samsung Galaxy A53 5G ফোনে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে। ডিসেম্বর মাসে গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইটে স্পট করার পর, অনুমান করা হচ্ছে এই নতুন স্মার্টফোনটি এক্সিনস ১২০০ চিপসেটের সাথে লঞ্চ হতে পারে। পাশাপাশি Samsung Galaxy A53 5G ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ বাজারে আসতে পারে।

অন্যদিকে, ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সহ ফোনটি সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে TENAA-তে শেয়ার করা ছবি দেখে মনে করা হচ্ছে এই ফোনে একটি চতুর্থ সেন্সরও থাকবে। আবার Samsung Galaxy A53 5G ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

উল্লেখ্য, TENAA- এর সাইটে শেয়ার করা ছবিগুলি দেখে অনুমান করা হচ্ছে, স্মার্টফোনটি পরিচিত ডিজাইন সহ ব্লু এবং হোয়াইট কালার অপশনে বাজারে আসবে। সম্প্রতি এই স্মার্টফোনটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটেও দেখতে পাওয়া গেছে। তবে স্যামসাং এখনও আসন্ন Samsung Galaxy A53 5G স্মার্টফোনটি সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আনেনি।