Samsung Galaxy A53 ফোনের দাম Galaxy A52s 5G-এর চেয়ে বেশি হতে পারে, দাবি রিপোর্টে

বিগত কয়েক মাস ধরেই স্যামসাংয়ের A সিরিজের অন্তর্গত আসন্ন Samsung Galaxy A53 স্মার্টফোনটির বিষয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে গ্যালাক্সি অ্যসাম আনপ্যাকড ২০২২ (Galaxy Awesome Unpacked 2022) ইভেন্টে এই ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হতে পারে। আর এখন একটি রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy A53- এর লঞ্চের আগেই ইউরোপের মার্কেটে এই ফোনের দামটি প্রকাশ্যে এল।

ইউরোপে স্যামসাং গ্যালাক্সি এ৫৩- এর সম্ভাব্য দাম (Samsung Galaxy A53 Expected Price in Europe)

গিজপাইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, ইউরোপে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ৫৩-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ৪৬৯ ইউরো (প্রায় ৩৯,১৫০ টাকা)- এর মধ্যেই রাখা হতে পারে। এই সম্ভাব্য মূল্যটি একটি রিটেলারের সাইটের দামের তালিকার উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩-এর দাম ৪৬৬.৪৯ ইউরো (প্রায় ৩৮,৯৫০ টাকা)।

প্রসঙ্গত, যদি ফোনটি রিটেলারের সাইটে তালিকাভুক্ত মূল্যে প্রকাশ করা হয়, তাহলেও এটি পূর্বসূরি গ্যালাক্সি এ৫২এস ৫জি-এর থেকে কিছুটা বেশি ব্যয়বহুল হবে। জানিয়ে রাখি, লঞ্চের সময় এই মডেলটির একই মেমরি ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ৪৪৯ ইউরো (প্রায় ৩৭,৫০০ টাকা)।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A53 Expected Specifications)

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ৫৩ মডেলটি তার পূর্বসূরির তুলনায় সামান্য উন্নত স্পেসিফিকেশন সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং ডিজাইনের দিক থেকেও এই ডিভাইসে পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই স্যামসাং ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ -এই কালার অপশনগুলিতে বাজারে উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy A53 হ্যান্ডসেটে ৬.৫২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য, এই ফোনটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১২০০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এই ডিভাইসটি ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল (ওয়াইড) + ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ৫ মেগাপিক্সেল (ডেপ্থ) সেন্সর যুক্ত কোয়াড-ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। এছাড়া,স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২-এ রান করবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A53-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।